বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জবিতে ছাত্র কাউন্সিলিং ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জবিতে ছাত্র কাউন্সিলিং ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগে 'ছাত্র কাউন্সিলিং ও বৃত্তি প্রদান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগের নিজস্ব সম্মেলন কক্ষে ৮ ফেব্রম্নয়ারি এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রাজিনা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হুমায়ুন কবীর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবুল হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় শিক্ষার্থীদের কাউন্সেলিং করা হয়। পরে সমাজকর্ম বিভাগের ১৩তম ব্যাচের পাঁচজন এমএসএস শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে সোশ্যাল ওয়ার্ক কো-কারিকুলার বৃত্তি, এক্সট্রা কারিকুলার বৃত্তি এবং মেধা বৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে