রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

১. একুশ শতকের সম্পদ কী?

ক. কৃষি খ. অর্থ

গ. জ্ঞান ঘ. শিল্প-বাণিজ্য

উত্তর :গ. জ্ঞান

২. মানুষ পৃথিবীর সম্পদ, মানুষই পারে-

র. জ্ঞান সৃষ্টি করতে

রর. জ্ঞান ধারণ করতে

ররর. জ্ঞান ব্যবহার করতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৩. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?

ক. ওহঃবৎহবঃ

খ. ঊ-সধরষ

গ. ওহঃবৎহধঃরড়হধষরুধঃরড়হ

ঘ. ঋধপবনড়ড়শ

উত্তর :গ. ওহঃবৎহধঃরড়হধষরুধঃরড়হ

৪. এষড়নধষরুধঃরড়হ এবং ওহঃবৎহধঃরড়হধষরুধঃরড়হ বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার কারণ কী?

ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

খ. ইন্টারনেট

গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি

ঘ. গেস্নাবাল ভিলেজ

উত্তর :ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলাফল-

র. এৎববহ ঐড়ঁংব ঊভভবপঃ

রর. এষড়নধষরুধঃরড়হ

ররর. ওহঃবৎহধঃরড়হধষরুধঃরড়হ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

হাবিব স্যার ক্লাসে পড়ানোর সময় একুশ শতাব্দীর আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।

৬. হাবিব স্যারের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

ক. জ্ঞান

খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

গ. অর্থ

ঘ. সৃজনশীলতা

উত্তর :খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৭. হাবীব স্যার যে বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন-

র. ওহভড়ৎসধঃরড়হ ঞবপযহড়ষড়মু

রর. এষড়নধষরুধঃরড়হ

ররর. ওহঃবৎহধঃরড়হধষরুধঃরড়হ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

৮. প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?

ক. অর্থের ব্যবহার 

খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার

গ. ইন্টারনেট 

ঘ. তথ্যের ক্রমবিকাশ

উত্তর :খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার

৯. টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?

ক. কম্পিউটার সেস্না হয়ে যায়

খ. কম্পিউটারের গতি বেড়ে যায়

গ. অ্যান্টিভাইরাস কাজ করে না

ঘ. ইন্টারনেটে প্রবেশ করা যায় না

উত্তর :ক. কম্পিউটার সেস্না হয়ে যায়

১০. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?

ক. তথ্য খ. উপাত্ত

গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট

উত্তর :ক. তথ্য

১১. সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে-

র. হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা

রর. অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা

ররর. অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :

ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়। আরও লক্ষ করলেন কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে।

১২. কম্পিউটারের এ অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে?

ক. অপারেটিং সিস্টেম সফটওয়্যার

খ. ভাইরাস সফটওয়্যার

গ. ইউটিলিটি সফটওয়্যার

ঘ. অ্যান্টিভাইরাস সফটওয়্যার

উত্তর :খ. ভাইরাস সফটওয়্যার

১৩. এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে-

র. অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে

রর. রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে

ররর. মেমোরি কম দেখাতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

১৪. নতুন একটি কম্পিউটার তা ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন সেটি কীভাবে কাজ করে?

ক. স্বল্পগতিতে খ. ধীরগতিতে

গ. মন্থরগতিতে ঘ. দ্রম্নতগতিতে

উত্তর :ঘ. দ্রম্নতগতিতে

১৫. নবম শ্রেণিতে ওঠার পর মিতুকে তার বাবা একটি ল্যাপটপ কিনে দিল। কিছুদিন ব্যবহার করার পর মিতুর ল্যাপটপে কোনো পরিবর্তনটি দেখা যাবে?

ক. ক্রমশ গতি কমে যাচ্ছে

খ. ক্রমশ গতি বৃদ্ধি পাচ্ছে

গ. ক্রমশ কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে

ঘ. ক্রমশ অকার্যকর হয়ে পড়ছে

উত্তর :ক. ক্রমশ গতি কমে যাচ্ছে

১৬. যন্ত্র কখন ধীর হয়ে যায়?

ক. পুরনো হলে খ. মেরামত করলে

গ. নষ্ট হলে ঘ. ফেলে রাখলে

উত্তর :ক. পুরনো হলে

১৭. বেশিরভাগ মানুষেরই আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে কেমন লাগে?

ক. ভালো লাগে খ. ভালো লাগে না

গ. বিরক্তি জন্মে ঘ. অস্বস্তি লাগে

উত্তর :খ. ভালো লাগে না

১৮. ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়?

ক. ড্রপবক্সে খ. ডেটা সেন্টারে

গ. পিএইচপিতে ঘ. ক্যাশ মেমোরিতে

উত্তর :ঘ. ক্যাশ মেমোরিতে

১৯. প্রতিদিন সম্ভাব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কী করা একান্ত প্রয়োজন?

ক. পরিষ্কার করা খ. পরিবর্তন করা

গ. ডিসকানেক্ট করা ঘ. কানেক্ট করা

উত্তর :ক. পরিষ্কার করা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে