শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবিতে গেস্ট হাউস ব্যবস্থাপনা অ্যাপস উদ্বোধন

শিক্ষা জগৎ ডেস্ক
  ১০ মার্চ ২০২৪, ০০:০০
পাবিপ্রবিতে গেস্ট হাউস ব্যবস্থাপনা অ্যাপস উদ্বোধন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ঢাকা ও পাবনাস্থ গেস্ট হাউস ব্যবস্থাপনা অ্যাপস উদ্বোধন করা হয়েছে। উপাচার্য কার্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতিতে ৯ মার্চ এই অ্যাপসটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা কামাল খান। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও আইসিটি সেলের পরিচালক ডক্টর আব্দুর রহিমের তত্ত্বাবধায়নে অ্যাপসটি তৈরি করা হয়েছে।

এ সময় অধ্যাপক ডক্টর মীর খালেদ ইকবাল চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর খায়রুল আলম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর দিলীপ কুমার সরকার, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ডক্টর মো. হাবিবুলস্নাহ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ডক্টর মো. কামরুজ্জামান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমিরুল ইসলাম, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রাসেল আল আহম্মদ, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, গেস্ট হাউস প্রশাসক ডক্টর আব্দুলস্নাহ আল মামুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ডক্টর আব্দুর রহিম, প্রক্টর ডক্টর মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ডক্টর নাজমুল হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে