বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

সমাজকর্মের সঙ্গে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক

১৮. জনবিজ্ঞান আলোচনা করে-

র) জনসংখ্যার লিঙ্গ, বয়স, বৈবাহিক অবস্থা

রর) মানুষের জন্মহার, মৃতু্যহার, স্থানান্তর

ররর) জনসংখ্যার আকৃতি, গঠন কাঠামো

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

১৯. সম্পদের প্রয়োজন মূলত কিসের জন্য?

ক) ভোগ বিলাসের জন্য খ) ব্যবসা করার জন্য

গ) শিক্ষার জন্য ঘ) চাহিদা পূরণের জন্য

উত্তর :ঘ) চাহিদা পূরণের জন্য

২০. নিজস্ব সম্পদের ভিত্তিতে সমস্যা সমাধানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে কোনটি?

ক) সমাজকর্ম খ) সমাজবিজ্ঞান

গ) নৃবিজ্ঞান ঘ) মনোবিজ্ঞান

উত্তর : ক) সমাজকর্ম

২১. কোনটি পাঠের মাধ্যমে সামাজিক গঠন ও পরিচালনা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়?

ক) সমাজকর্ম খ) মনোবিজ্ঞান

গ) নৃবিজ্ঞান ঘ) সমাজবিজ্ঞান

উত্তর :ঘ) সমাজবিজ্ঞান

২২. 'অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান'- উক্তিটি কার?

ক) আলফ্রেড মার্শালের খ) এডাম স্মিথের

গ) এল রবিন্সের ঘ) লর্ড কিনসের

\হউত্তর :খ) এডাম স্মিথের

২৩. সমাজবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু হলো-

র) সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া

রর) সামাজিক গঠন-প্রকৃতি

ররর) সমাজ কাঠামো

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

২৪. সিভিস (ঈরারং) ও সিভিকাস (ঈরারপঁং) শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?

ক) গ্রিক খ) ফারসি

গ) ল্যাটিন ঘ) স্প্যানিশ

উত্তর :গ) ল্যাটিন

২৫. 'ঝড়পরবঃু' গ্রন্থটির লেখক কে?

ক) ম্যাকাইভার ও পেজ খ) গিডিংস

গ) ডুর্খেইম ঘ) ই.বি. টেইলর

উত্তর :ক) ম্যাকাইভার ও পেজ

২৬. নৃবিজ্ঞান আলোচনা করে-

র) মানুষের উৎপত্তি ও দৈহিক গঠন নিয়ে

রর) সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ নিয়ে

ররর) মানুষের আচরণ ও ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

২৭. 'মানুষের সামগ্রিক পাঠ হলো নৃবিজ্ঞান।'- উক্তিটি করেছেন কে?

ক) নরম্যাস গুডম্যান

খ) ম্যালিনোস্কি

গ) ইবি টেইলর

ঘ) হোবেল

উত্তর :ঘ) হোবেল

২৮. অর্থনীতির জনক কে?

ক) আলফ্রেড মার্শাল খ) অ্যাডাম স্মিথ

গ) জন ডাল্টন ঘ) এল রবিন্স

উত্তর :খ) অ্যাডাম স্মিথ

২৯. কে সর্বপ্রথম 'অহঃযৎড়ঢ়ড়ষড়মু' শব্দটি ব্যবহার করেন?

ক) ম্যাকাইভার খ) ইমানুয়েল কান্ট

গ) অগাস্ট কোঁৎ ঘ) এসাইল গুইলার

\হউত্তর : খ) ইমানুয়েল কান্ট

৩০. কে সর্বপ্রথম 'উবসড়মৎধঢ়যু' প্রত্যয়টি ব্যবহার করেন?

ক) ম্যাকাইভার

খ) ইমানুয়েল কান্ট

গ) এসাইল গুইলার

ঘ) অগাস্ট কোঁৎ

উত্তর :গ) এসাইল গুইলার

৩১. নৃবিজ্ঞানের জনক কে?

ক) ই.বি. টেইলর

খ) ম্যালিনোস্কি

গ) ইমানুয়েল কান্ট

ঘ) অগাস্ট কোঁৎ

উত্তর :ক) ই.বি. টেইলর

৩২. আধুনিক নৃবিজ্ঞানের জনক কে?

ক) ই.বি. টেইলর

খ) ম্যালিনোস্কি

গ) ইমান য়েল কান্ট

ঘ) অগাস্ট কোঁৎ

উত্তর :ক) ই.বি. টেইলর

৩৩. জনবিজ্ঞানের জনক কে?

ক) ই.বি. টেইলর

খ) জন গ্রম্নন্ট

গ) ম্যালিনোস্কি

ঘ) ইমানুয়েল কান্ট

উত্তর :খ) জন গ্রম্নন্ট

৩৪. 'স্বভাবগতভাবেই মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব'- উক্তিটি কার?

ক) অ্যারিস্টটল

খ) ই.এম হোয়াইট

গ) অ্যাডাম স্মিথ

ঘ) এল রবিন্স

\হউত্তর :ক) অ্যারিস্টটল

৩৫. 'ডবধষঃয ড়ভ ঘধঃরড়হ' গ্রন্থটির লেখক কে?

ক) আলফ্রেড মার্শাল খ) এল রবিন্স

গ) জন ডাল্টন ঘ) অ্যাডাম স্মিথ

উত্তর :ঘ) অ্যাডাম স্মিথ

৩৬. বিজ্ঞানের প্রধান দুটি শাখা হলো-

র) প্রাকৃতিক বিজ্ঞান রর) সামাজিক বিজ্ঞান ররর) মনোদৈহিক বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

৩৭. অর্থনীতিতে 'সম্পদের বিকল্প ব্যবহারের' কথা কে বলেছেন?

ক) এল রবিন্স খ) আলফ্রেড মার্শাল

গ) জন ডাল্টন ঘ) অ্যাডাম স্মিথ

উত্তর :ক) এল রবিন্স

৩৮. সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন?

ক) টঘউচ খ) ডড়ৎষফ ইধহশ

গ) পিগু ঘ) আলফ্রেড মার্শাল

উত্তর :ক) টঘউচ

নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ফারুক সাহেব শ্রেণিকক্ষে সমাজ কাঠামো, সামাজিক সম্পর্ক, মানুষের সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে শ্রেণিকক্ষে পাঠদান করেন।

৩৯. উদ্দীপকে ফারুক সাহেবের পাঠদানের বিষয়টি-

ক) সমাজবিজ্ঞান খ) সমাজকর্ম

গ) নৃবিজ্ঞান ঘ) জীববিজ্ঞান

উত্তর :ক) সমাজবিজ্ঞান

৪০. উক্ত বিষয়টির সঙ্গে সমাজকর্মের সাদৃশ্য হলো-

র) উভয়ের বিষয়বস্তু সমাজ ও সামাজিক সম্পর্ককে কেন্দ্র করে গড়ে ওঠে

রর) এদের মধ্যে একটি গোটা সমাজ নিয়ে এবং অন্যটি শুধু সমাজের মঙ্গলের দিক নিয়ে আলোচনা করে

ররর) উভয়ের লক্ষ্য হলো সমাজের কল্যাণ সাধনে সহায়তা করা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) র ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে