আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটেও আন্দোলনে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শনিবার (১০ মে) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই আন্দোলনে সম্পৃক্ত নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই।
যাযাদি/এল