শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২০ মার্চ ২০২৪, ০০:০০

১৬. ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রক্রিয়া কোনটি?

ক) পরিকল্পনা খ) সামাজিক নিয়ন্ত্রণ

গ) সামাজিক গবেষণা ঘ) প্রেষণা প্রদান

উত্তর :ক) পরিকল্পনা

১৭. কোনটি আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থা?

ক) প্রকৌশল শিক্ষা খ) নৈতিক শিক্ষা

গ) উপানুষ্ঠানিক শিক্ষা ঘ) বয়স্ক শিক্ষা

উত্তর :গ) উপানুষ্ঠানিক শিক্ষা

১৮. সামাজিক নীতি হলো-

র) সরকার কর্তৃক গৃহীত সুশৃঙ্খল নিয়ম-নীতি

রর) কোন কর্মসূচি গ্রহণের পূর্ব পরিকল্পনা

ররর) কোন কর্মসূচি গ্রহণের পরবর্তী পরিকল্পনা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

১৯. এক বছরের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলা হয়?

ক) প্রেক্ষিত পরিকল্পনা খ) বার্ষিক পরিকল্পনা

গ) পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘ) আংশিক পরিকল্পনা

উত্তর : খ) বার্ষিক পরিকল্পনা

নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বিশ্বব্যাপী শিশুশ্রম এক অমানবিক সমস্যা। শিশুর দৈহিক, মানসিক ও সামাজিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিশু শ্রমের কারণে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের সামগ্রিক উনয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

২০. শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে মুক্তি দিতে কোন নীতির প্রয়োজন?

ক) জাতীয় শিক্ষানীতি খ) জনসংখ্যা নীতি

গ) জাতীয় শ্রমনীতি ঘ) জাতীয় শিশু নীতি

উত্তর :ঘ) জাতীয় শিশু নীতি

২১. জাতীয় শিশু নীতির অন্যতম লক্ষ্য হলো-

র) শিশুদের স্কুলবিমুখ করা

রর) শিশুদের সর্বোত্তম উন্নয়ন করা

ররর) শিশুদের বিভিন্ন কাজে নিয়োগ করা

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও রর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) রর

২২. সামাজিক নীতির অন্যতম লক্ষ্য হচ্ছে-

র) সামাজিক সমস্যা চিহ্নিতকরণ

রর) সামাজিক ও মানবিক প্রয়োজন মেটানো

ররর) সামাজিক সমস্যা মোকাবিলা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) রর ও ররর

২৩. সর্বপ্রথম কোন দেশে আধুনিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণীত হয়?

ক) যুক্তরাজ্যে খ) যুক্তরাষ্ট্রে

গ) চীনে ঘ) রাশিয়ায়

উত্তর :ঘ) রাশিয়ায়

২৪. জনসংখ্যাকে দেশের এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা দেওয়া হয় কত সালে?

ক) ১৯৭৬ সালে খ) ১৯৮০ সালে

গ) ১৯৯৯ সালে ঘ) ২০০০ সালে

উত্তর :ক) ১৯৭৬ সালে

২৫. বাংলাদেশ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?

ক) ২০০১-২০০৫ খ) ২০১৬-২০২০

গ) ২০০৬-২০১০ ঘ) ২০১১-২০১৫

উত্তর : খ) ২০১৬-২০২০

২৬. বাংলাদেশ কত সালে সর্বশেষ শিক্ষানীতি প্রণীত হয়?

ক) ২০০৯ সালে খ) ২০১০ সালে

গ) ২০১১ সালে ঘ) ২০১২ সালে

উত্তর : ঘ) ২০১২ সালে

২৭. 'পরিকল্পনা হচ্ছে যা করতে হবে তা পূর্বেই স্থির করা।'-উক্তিটি কার?

ক) রিচার্ড টিটমাস খ) জনসন

গ) আর্থার ডানহাম ঘ) নিউম্যান

উত্তর : ঘ) নিউম্যান

২৮. ভিশন ২০২১ কোন ধরনের পরিকল্পনা ছিল?

ক) ব্যষ্টিক পরিকল্পনা খ) প্রেক্ষিত পরিকল্পনা

গ) পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘ) দীর্ঘমেয়াদি পরিকল্পনা

উত্তর :খ) প্রেক্ষিত পরিকল্পনা

২৯. জাতীয় শিশু নীতি ২০১১ অনুসারে কিশোর-কিশোরী হচ্ছে-

র) ১২-১৮ বছরের কম বয়সি

রর) ১৪ -১৮ বছরের কম বয়সি

ররর) ১৩ -১৮ বছরের কম বয়সি

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) রর

৩০. 'ঝড়পরধষ চড়ষরপু : অহ ওহঃৎড়ফঁপঃরড়হ' গ্রন্থের লেখক কে?

ক) অ ঊ ইবহহ খ) জরপযধৎফ গ ঞরঃসধংং

গ) ডরষনবৎ :ঊ গড়ড়ৎব ঘ) ইৎঁপব ঝ ঔধহংংড়হ

উত্তর : ঘ) ইৎঁপব ঝ ঔধহংংড়হ

৩১. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কী?

\হক) মফিজ উদ্দিন আহমেদ শিক্ষা কমিশন

খ) ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন

গ) শামসুল হক শিক্ষা কমিশন

ঘ) কবীর চৌধুরী শিক্ষা কমিশন

উত্তর : খ) ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে