বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২২. রাকিবের ছোট ভাই খুব ভালো ছবি আঁকতে পারে। কিন্তু সে সবসময় চুপচাপ থাকে এবং তার নাম ধরে ডাকলে সাড়া দেয় না। রাকিবের ছোট ভাই কোন সমস্যায় আক্রান্ত?

ক. অটিস্টিক খ. অটিজম

গ. ব্রেন টিউমার ঘ. পোলিও

উত্তর: খ. অটিজম

২৩. তোমার শ্রেণিতে যদি কখনও অটিস্টিক শিক্ষার্থী পড়ে, তাহলে তুমি তার সাথে কী রকম আচরণ করবে?

ক. তার সাথে কথা বলব না খ. তাকে এড়িয়ে চলব

গ. তাকে সাহায্য করব ঘ. নিজে বিরক্ত হবো

উত্তর: গ. তাকে সাহায্য করব

২৪. রিতা সবসময় চুপচাপ থাকে। নাম ধরে ডাকলে সাড়া দেয় না। তার মধ্যে কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য রয়েছে?

ক. সুস্থ সবল শিশুর খ. অসুস্থ শিশুর

গ. দুর্বল শিশুর ঘ. অটিস্টিক শিশুর

উত্তর: ঘ. অটিস্টিক শিশুর

২৫. কীভাবে অটিস্টিক বন্ধুরা আমাদের সাথে সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে?

ক. শিক্ষকের সহযোগিতায়

খ. মায়ের সহযোগিতায়

গ. আমাদের সবার সহযোগিতায়

ঘ. বড়দের সহযোগিতায়

উত্তর: গ. আমাদের সবার সহযোগিতায়

২৬. পৃথিবীর বিভিন্ন দেশে জনসম্পদের চাহিদা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের রয়েছে বেশি জনসংখ্যা। এ অবস্থায় বাংলাদেশ কোন সুবিধা পেতে পারে?

ক. মানবসম্পদ আমদানি

খ. মানবসম্পদ রপ্তানি

গ. খাদ্য আমদানি

ঘ. মূলধন রপ্তানি

উত্তর: খ. মানবসম্পদ রপ্তানি

২৭. ফাহিমের মা-বাবা দু'জনই চাকরি করেন। একদিন ফাহিমাদের বাসায় অপরিচিত একজন লোক দরজা ধাক্কা দেয়। ফাহিমের কী করা উচিত?

ক. দরজা খুলে দেবে খ. ঘরে বসতে দেবে

গ. দরজা খুলবে না ঘ. আলাপ করবে

উত্তর: গ. দরজা খুলবে না

২৮. আমরা কার উন্নয়নের জন্য কাজ করব?

ক. সমাজের খ. নিজের

গ. পরিবারের ঘ. আত্মীয়ের

উত্তর: ক. সমাজের

২৯. আমাদের দেশ থেকে প্রায়ই বিদেশে কাদের পাচার করা হয়?

ক. নারী ও বৃদ্ধদের খ. বাড়ির কাজে সহায়তাকারী ব্যক্তিদের

গ. নারী ও শিশুদের ঘ. শিশু ও বৃদ্ধদের

উত্তর: গ. নারী ও শিশুদের

৩০. স্বাধীনভাবে চলাচলের অধিকার কোন ধরনের অধিকার?

ক. রাজনৈতিক অধিকার খ. মানবাধিকার

গ. ধর্মীয় অধিকার ঘ. অর্থনৈতিক অধিকার

উত্তর: খ. মানবাধিকার

৩১. মানবাধিকার রক্ষায় তোমার বন্ধুরা সোচ্চার। তোমাদের সবার কী হতে হবে?

ক. বুদ্ধিমান খ. সত্যবাদী

গ. শক্তিশালী ঘ. সচেতন

উত্তর: ঘ. সচেতন

৩২. আমাদের দেশে শিশুশ্রমের প্রধান কারণ কী?

ক. অসচেতনতা খ. লেখাপড়ার অনীহা

গ. শিশুশ্রমের সুযোগ ঘ. দারিদ্র্য

উত্তর: ঘ. দারিদ্র্য

৩৩. মানবাধিকার গুরুত্বপূর্ণ কেন?

ক. মানুষের মর্যাদা রক্ষার জন্য খ. উচ্চ শিক্ষার জন্য

গ. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ঘ. কর্মসংস্থান সৃষ্টির জন্য

উত্তর: গ. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য

৩৪. কোনটি মানবাধিকারের সঙ্গে অমিল প্রকাশ করে?

ক. নিরাপত্তা লাভের অধিকার খ. উচ্চ শিক্ষা লাভের অধিকার

গ. ন্যায্য মজুরি পাওয়ার অধিকার ঘ. আটক রাখার অধিকার

উত্তর: খ. উচ্চ শিক্ষা লাভের অধিকার

৩৫. মাহমুদ মুসলমান। তার বন্ধু লিটন হিন্দু ধর্মাবলম্বী। তাদের ক্ষেত্রে কোন অধিকারগুলো সমানভাবে প্রযোজ্য?

ক. দামি গাড়িতে চড়ার অধিকার খ. দামি পোশাক পরার অধিকার

গ. মানবাধিকার ঘ. পাকা বাড়িতে বসবাসের অধিকার

উত্তর: গ. মানবাধিকার

৩৬. মিসেস শামিমা তার বাসার কাজের মেয়েকে চড় মারলেন। এতে কী ঘটল?

ক. সামাজিক অধিকার লঙ্ঘন

খ. স্বাধীনতা লঙ্ঘন

গ. মানবাধিকার লঙ্ঘন

ঘ. মৌলিক অধিকার লঙ্ঘন

উত্তর: গ. মানবাধিকার লঙ্ঘন

৩৭. সুন্দর, সুঠাম দেহের অধিকারী ধনীর সন্তান জামিল চৌধুরি উচ্চ শিক্ষিত। কোনটি তাকে যোগ্যতা ও মর্যাদার সাথে সমাজে বসবাসের সুযোগ করে দিয়েছে?

ক. শিক্ষা খ. দামি পোশাক

গ. শারীরিক শক্তি ঘ. সুন্দর চেহারা

উত্তর: ক. শিক্ষা

৩৮. আমরা সমাজে মিলেমিশে বাস করি। আমাদের সবার সকল সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। এ বিষয়টিকে আমরা কী করব?

ক. স্মরণ করব খ. ভয় করব

গ. সম্মান করব ঘ. অবহেলা করব

উত্তর: গ. সম্মান করব

৩৯. শিশুশ্রমের প্রধান কারণ-

ক. শিশুদের ইচ্ছা খ. দারিদ্র্য

গ. সচেতনতার অভাব ঘ. লেখাপড়া না জানা

উত্তর: খ. দারিদ্র্য

৪০. সকলকে শিক্ষার সুযোগ দেওয়া উচিত কেন?

ক. সামাজিক অধিকার বলে খ. মানবাধিকার বলে

গ. রাজনৈতিক অধিকার বলে ঘ. অর্থনৈতিক অধিকার বলে

উত্তর: খ. মানবাধিকার বলে

৪১. অনেক শিশু কাজ করতে বাধ্য হয় কেন?

ক. দারিদ্র্যের কারণে খ. পিতা-মাতার কারণে

গ. সঙ্গ দোষে ঘ. কর্মক্ষম বলে

উত্তর: ক. দারিদ্র্যের কারণে

৪২. কোনটি প্রতিষ্ঠায় সবার অংশগ্রহণ করা উচিত?

ক. মানবাধিকার খ. নিজ স্বার্থ

গ. নিজের অধিকার ঘ. পারিবারিক অধিকার

উত্তর: ক. মানবাধিকার

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে