সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১৪:১৭
গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি-যায়যায়দিন

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গাংনী শহরের স্কয়ার ডেন্টাল কেয়ারে চিকিৎসকের বৈধ সনদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রিয়াজ মাহমুদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে সামাদ খাবার হোটেলের মালিক আব্দুল সামাদ এবং আব্দুস সোবহান খাবার হোটেলের মালিক আব্দুস সোবহানকেও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে