রাজশাহীর গোদাগাড়ীতে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা ক্যাম্পাস শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা কৃষকদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহবায়ক ও গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক ও রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুল আলম সমাপ্ত।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের সময় অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ ইউপি নির্বাচনের মাধ্যমে যেসব বিতর্কিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তারা এখনো স্বপদে বহাল রয়েছেন। তাদের অনেকেই গত জুলাইয়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড অংশ নিয়েছেন এবং মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বা রাজনৈতিক আশ্রয়ে আত্মগোপনে রয়েছেন।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সরকারিভাবে কৃষি উপকরণ বিতরণে চরম বৈষম্য চলছে। প্রকৃত কৃষকদের বঞ্চিত রেখে বিগত সরকারের তৈরি তালিকা অনুযায়ী দলীয় সুবিধাভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। এর ফলে প্রকৃত কৃষকরা অতীতের মতো বর্তমানে থেকেও চরম বঞ্চনার শিকার হচ্ছেন।
বক্তারা আরও জানান, বরাদ্দপ্রাপ্ত বীজ ও সারসহ কৃষি উপকরণ পাওয়ার আশায় বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ধর্ণা দিয়েও কৃষকদলের নেতাকর্মী ও প্রকৃত কৃষকরা কোনো সুফল পাননি। এই পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনার প্রতিবাদেই আজকের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা দুর্নীতিগ্রস্ত তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের মাঝে কৃষি উপকরণ সুষ্ঠুভাবে বিতরণের জোর দাবি জানান এবং স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান।
যাযাদি/ এসএম