শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ য়
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

২৪. বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বাঙালির বিজয় ঘটে কত সালে?

ক) ১৯৭০ সালে খ) ১৯৭১ সালে

গ) ১৯৭২ সালে ঘ) ১৯৭৩ সালে

উত্তর : ক) ১৯৭০ সালে

২৫. 'প্রাণের সবুজ' বলতে কী বোঝানো হয়েছে?

ক) সবুজ পোশাক খ) মনের আনন্দ

গ) প্রাণের স্বাধীনতা ঘ) ঝরনার নৃত্য

উত্তর : গ) প্রাণের স্বাধীনতা

২৬. নির্মলেন্দু গুণের পিতার নাম কী?

ক) সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী

খ) সুখেন্দু প্রকাশ গুণ

গ) অরবিন্দ গুণ চৌধুরী

ঘ) সুখেন্দু গুণ

উত্তর : ক) সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী

২৭. নির্মলেন্দু গুণের শিক্ষাজীবনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে-

র. নেত্রকোনা কলেজের

রর. কারমাইকেল কলেজের

ররর. ঢাকা বিশ্ববিদ্যালয়ের

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) র ও ররর

২৮. 'গণসূর্যের মঞ্চ' শব্দটির অর্থের ক্ষেত্রে নিচের কোন অর্থটি গ্রহণযোগ্য?

ক) সূর্যের মতো গরম মঞ্চ

খ) সূর্যের রশ্মি

গ) নেতার দু্যতিতে বিচুরিত মঞ্চ

ঘ) কোলাহলপূর্ণ মঞ্চ

উত্তর : গ) নেতার দু্যতিতে বিচুরিত মঞ্চ

২৯. কত সালে শেখ মুজিবকে 'রাজনীতির কবি' বলা হয়েছিল?

ক) ১৯৭০ সালের ১৫ মার্চ

খ) ১৯৭১ সালের ৫ এপ্রিল

গ) ১৯৭০ সালের ৫ এপ্রিল

ঘ) ১৯৭১ সালের ১০ এপ্রিল

উত্তর : খ) ১৯৭১ সালের ৫ এপ্রিল

৩০. বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' বলেছে-

ক) ইন্ডিয়ান টাইমস পত্রিকা

খ) লন্ডনের টাইমস পত্রিকা

গ) যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকা

ঘ) বাংলাদেশ নিউজউইক পত্রিকা

উত্তর : গ) যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকা

৩১. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় উলিস্নখিত 'গণসূর্যের মঞ্চে 'সাথে সাদৃশ্যমান হলো-

র. শহিদ মিনার

রর. জাতীয় স্মৃতিসৌধ

ররর. জাতীয় পতাকা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) রর ও ররর

৩২. 'বজ্রকণ্ঠ' শব্দের সাথে সাদৃশ্য রয়েছে-

ক) মধুর কণ্ঠ খ) কর্কশ কণ্ঠে

গ) বঙ্গবন্ধুর কণ্ঠ ঘ) মেঘের কণ্ঠ

উত্তর : গ) বঙ্গবন্ধুর কণ্ঠ

৩৩. 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কবি 'কালো হাত' বলতে বুঝিয়েছেন-

র. পাকিস্তানি শাসকদের

রর. অশুভশক্তিকে

ররর. নীরব ঘাতকদের

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৩৪. রমনা রেসকোর্সে সমবেত লাখ লাখ মানুষের সমাবেশকে কবি কল্পনা করেছেন-

ক) বর্ষার সাগরের উত্তাল ঢেউরূপে

খ) জনসমুদ্রের উত্তাল ঢেউরূপে

গ) জনসমুদ্রের বাগানরূপে

ঘ) লাল সূর্য আঁকা পতাকা রূপে

উত্তর : গ) জনসমুদ্রের বাগানরূপে

৩৫. 'উন্মত্ত' শব্দের অর্থ কী?

ক) বিক্ষিপ্ত খ) ক্ষিপ্ত

গ) আনন্দিত ঘ) পাগল

উত্তর : গ) আনন্দিত

৩৬. নির্মলেন্দু গুণের জন্ম সাল কত?

ক) ১৯৫৩ খ) ১৯৪৫

গ) ১৯৪৭ ঘ) ১৯৫১

উত্তর : খ) ১৯৪৫

৩৭. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটিতে ব্যক্ত হয়েছে মূলত-

ক) মুক্তিযুদ্ধের কথা

খ) ভাষা আন্দোলনের কথা

গ) গণঅভু্যত্থানের কথা

ঘ) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

উত্তর : ঘ) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

৩৮. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটি পাঠের মূল উদ্দেশ্য-

ক) শিশুদের ইতিহাস শেখানো

খ) শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের স্মৃতি জাগ্রত করা

গ) শিক্ষার্থীদের পাকিস্তানিদের ভয়াবহতা সম্পর্কে জানানো

ঘ) শিক্ষার্থীদের মনে দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করা

উত্তর : ঘ) শিক্ষার্থীদের মনে দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করা

৩৯. 'তাই দেখি কবিহীন এ বিমুখ প্রান্তরে আজ'- এখানে 'বিমুখ প্রান্তর' বলতে বোঝানো হয়েছে-

র. বিরুদ্ধ পরিবেশের মাঠ

রর. বন্ধ করে দেওয়া মাঠ

ররর. প্রতিকূল পরিবেশের মাঠ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) র ও ররর

৪০. কপাল ও কবজিতে বাঁধা লালসালু হলো-

র. উত্তেজনার প্রতীক

রর. সংগ্রামীর প্রতীক

ররর. স্বাধীনতার প্রতীক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৪১. 'কখন আসবে কবি?'- এই অধীর অপেক্ষা কাদের?

ক) কাব্যপ্রেমীদের খ) মুক্তিকামী জনতার

গ) সশস্ত্র জনতার ঘ) দলীয় কর্মীদের

উত্তর : খ) মুক্তিকামী জনতার

৪২. ৭ মার্চ জনসভায় আসা মধ্যবিত্তের হাতে কী ছিল?

ক) পস্ন্যাকার্ড খ) পতাকা

গ) মৃতু্য ঘ) পোস্টার

উত্তর : গ) মৃতু্য

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে