সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

ফরিদপুর প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১৫:১১
ফরিদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 
ছবি: যায়যায়দিন

ফরিদপুরে সদরপুরে ব্যবসায়ী খায়রুজ্জামান শহীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এই সময় তারা হামলা কারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

সোমবার দুপুরে জেলার সদরপুর উপজেলার সরদারডাঙ্গি এলাকায় কয়েকশ নারী পুরুষ কর্মসুচিতে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, আবুল কাশেম, আব্দুর রাজ্জাক মোল্লা, বিউটি আক্তার, কুলসুম বেগম, হারুন আর রশিদ প্রমুখ।

কর্মসূচি চলাকালে বিক্ষুদ্ধ এলাকাবাসী বলেন, ব্যবসায়ী খায়রুজ্জামানের বাড়িতে গিয়ে সম্পূর্ণ অন্যায় ভাবে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা হামলা চালায় আমরা এই হামলাকারিদেন গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।

উল্লেখ্য, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ৭ব্যবসায় খায়রুজ্জামান এর বাড়িতে গিয়ে ৭/৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতের স্ত্রী বিউটি আক্তার বাদি হয়ে সদরপুর থানায় পাঁচজনের না উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই মামুনুর রশিদ বলেন, হামলার ঘটনায় দায়ের করা মামলায় অধিকাংশ আসামীদের গ্রেপ্তার করা হয়ে। অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে