বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবি'তে বিশ্ব বন দিবস পালিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ মার্চ ২০২৪, ০০:০০
বশেমুরকৃবি'তে বিশ্ব বন দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বন দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের আয়োজনে একটির্ যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়।র্ যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অগ্নি নির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুরুতেই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও বনাঞ্চল সম্পর্কে একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. গিয়াসউদ্দীন মিয়া।

বক্তব্য শেষে তিনি বিশ্ব বন দিবস ও অগ্নি নির্বাপণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের ডিন, প্রফেসর ডক্টর মো. মাইন উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গাজীপুরের ওয়্যার হাউস ইনস্ট্রাক্টর আমিনুল ইসলাম। প্রশিক্ষণ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অগ্নিনির্বাপণ কৌশল রপ্ত ও এর ব্যবহারিক প্রয়োগ সরজমিনে প্রদর্শন করা হয়। দিবসের কর্মসূচিতে অনুষদের সব শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী

অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে