বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৮ মার্চ ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

৩৩. ভূমিহীন ও গৃহহীন তালেব মিয়াকে একটি সরকারি প্রকল্পের খাস জমিতে বাসগৃহ প্রদান করা হয়েছে। এটি সরকার গৃহীত কোন প্রকল্প?

(ক) ক্ষুদ্র তহবিল প্রকল্প

1

(খ) আশ্রয়ণ প্রকল্প

(গ) সকলের জন্য গৃহনির্মাণ প্রকল্প

(ঘ) একটি বাড়ি একটি খামার প্রকল্প

উত্তর : (খ) আশ্রয়ণ প্রকল্প

৩৪. মৌলিক মানবিক চাহিদা পূরণ অত্যাবশ্যক-

ক) মানুষের অস্তিত্ব রক্ষার জন্য খ) মানুষের উন্নয়নের জন্য

গ) মানুষের কর্মস্পৃহা বৃদ্ধির জন্য ঘ) মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য

উত্তর : ক) মানুষের অস্তিত্ব রক্ষার জন্য

৩৫. মৌলিক মানবিক চাহিদা হিসেবে শিক্ষাকে যেভাবে বিশেষায়িত করা যায়, তা হলো-

র. অন্যান্য মৌল-মানবিক চাহিদা পূরণে সহায়ক

রর. মানব সভ্যতা বিকাশের প্রধান উপকরণ

ররর. বেঁচে থাকার একমাত্র অবলম্বন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৩৬. মানবসভ্যতার প্রধান নির্দেশক কোনটি?

ক) চিকিৎসা খ) বস্তু

গ) খাদ্য ঘ) বাসস্থান

উত্তর : খ) বস্তু

৩৭. 'ঠএঋ'-এর পূর্ণরূপ কী?

ক) ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋড়ড়ফরহম

খ) ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋববফরহম

গ) ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋববফ

ঘ) ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋড়ড়ফ

উত্তর : খ) ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋববফরহম

৩৮. 'স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত', কারণ তা-

ক) সৃজনশীলতা বিকাশে অপরিহার্য খ) ক্ষমতাকাঠামো গঠনে অপরিহার্য

গ) সম্পর্ক বিনির্মাণে অপরিহার্য ঘ) সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য

উত্তর : ক) সৃজনশীলতা বিকাশে অপরিহার্য

৩৯. জীবনের জন্য আমাদের প্রথম প্রয়োজন কী?

ক) খাদ্যের খ) বস্ত্রের

গ) শিক্ষার ঘ) বিনোদনের

উত্তর : ক) খাদ্যের

৪০. পুষ্টিহীনতা দেখা দিলে কী প্রয়োজন হয়?

ক) দামি খাদ্য খ) সস্তা খাদ্য

গ) পানীয় খাদ্য ঘ) সুষম খাদ্য

উত্তর : ঘ) সুষম খাদ্য

৪১. স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে এ দেশের একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক কী পরিমাণ খাদ্য প্রয়োজন?

ক) ২২ আউন্স খ) ২৩ আউন্স

গ) ২৪ আউন্স ঘ) ২৫ আউন্স

উত্তর : ঘ) ২৫ আউন্স

৪২. বাংলাদেশে সম্পদের বণ্টন ব্যবস্থা অসম। এটি যা নির্দেশ করে-

র. ধনীরা গরিব হচ্ছে

রর. ধনীরা আরও ধনী হচ্ছে

ররর গরিবরা আরও গরিব হচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) রর ও ররর

৪৩. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার উলেস্নখ আছে?

ক) ১৩নং অনুচ্ছেদে খ) ১৫নং অনুচ্ছেদে

গ) ২৫নং অনুচ্ছেদে ঘ) ১৭নং অনুচ্ছেদে

উত্তর : খ) ১৫নং অনুচ্ছেদে

৪৪. মেয়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি কোন সালে প্রবর্তিত হয়?

ক) ১৯৯৪ সালে খ) ১৯৯৫ সালে

গ) ১৯৯৬ সালে ঘ) ১৯৯৯ সালে

উত্তর : ক) ১৯৯৪ সালে

৪৫. শিক্ষা বিষয়ক ঝউএং-এর লক্ষ্যমাত্রা কী?

ক) ছঁধষরঃু ঊফঁপধঃরড়হ খ) ঘড় চড়াবৎঃু

গ) ঊফঁপধঃরড়হ ধহফ বিষষনবরহম ঘ) টহরাবৎংধষ বফঁপধঃরড়হ

উত্তর : ক) ছঁধষরঃু ঊফঁপধঃরড়হ

৪৬. নিচের কোনটি মানবিক চাহিদা?

ক) খাদ্য খ) চিকিৎসা

গ) ঘুম ঘ) শিক্ষা

উত্তর : ঘ) শিক্ষা

৪৭. সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার?

ক) ৪ প্রকার খ) ৫ প্রকার

গ) ৬ প্রকার ঘ) ৭ প্রকার

উত্তর : গ) ৬ প্রকার

৪৮. শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার-

ক) বস্ত্র খ) বাসস্থান

গ) শিক্ষা ঘ) চিত্তবিনোদন

উত্তর : গ) শিক্ষা

৪৯. খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা কোনটি?

ক) পুষ্টহীনতা খ) বস্তি সমস্যা

গ) অপরাধ প্রবণতা ঘ) নিরক্ষরতা

উত্তর : ক) পুষ্টহীনতা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে