মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খুবিতে উপকেন্দ্রের পরীক্ষার্থী ৮,৮৮৬

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
খুবিতে উপকেন্দ্রের পরীক্ষার্থী ৮,৮৮৬

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে ২৪ এপ্রিল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুবির উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মোসাম্মাৎ হোসনে আরা। সভায় বক্তব্য রাখেন খুবির ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

সভায় জানানো হয়, গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে 'এ' (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত খুবি ক্যাম্পাসসহ রেভারেন্ড পলস্‌ হাই স্কুল, হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এবং দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে