বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আজকের (২৪ মে) বৈঠকে নির্বাচনের বিষয়টিই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দু।
শনিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে এবং কীভাবে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরা সম্ভব—এসবই বৈঠকে আলোচ্য বিষয় হবে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমির খসরু বলেন, 'আমরা কোনো সংকট দেখছি না। কী সংকট? আমাদের দৃষ্টিতে এখন কোনো সংকট নেই।'
আমির খসরু বলেন, 'বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে জরুরি হলো, কীভাবে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরা সম্ভব। আর সে পথ একটাই—নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক ধারায় ফেরা সম্ভব। আমি নিশ্চিত, এই বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।'
নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, 'নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে।'
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।