শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

চবিতে ডিএনএ আবিষ্কারের ৭১তম বর্ষপূর্তি উদযাপন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
চবিতে ডিএনএ আবিষ্কারের ৭১তম বর্ষপূর্তি উদযাপন
চবিতে ডিএনএ আবিষ্কারের ৭১তম বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ ডিএনএ আবিষ্কারের ৭১ বছর পূর্তি উদযাপন করেছে। বিভাগের সেমিনারকক্ষে ২৫ এপ্রিল এটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক এবং জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির কারিগরি উপদেষ্টা অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান "মেকিং সেন্স অব ইউর ডিএনএ" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

1

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদ হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং সভাপতি অধ্যাপক ড. লায়লা খালেদা।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে কুইজ, পোস্টার প্রদর্শনী, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ডকুমেন্টারি ভিডিও প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে