শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সিকৃবিতে জাতীয় ডিএনএ দিবস পালন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
সিকৃবিতে জাতীয় ডিএনএ দিবস পালন
সিকৃবিতে জাতীয় ডিএনএ দিবস পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের দিনব্যাপী নানা আয়োজনে ২৫ এপ্রিল এ দিবস পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বায়োটেকনোলজি অনুষদের দ্বিতীয় ভবনের সামনে থেকে টিএসসি পর্যন্ত একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজসহ উক্ত অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ মেহেদী হাসান খান। এরপর জাতীয় ডিএনএ দিবস ও অনুষদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নতুন ভবনের সম্মেলনকক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ব্যবস্থার পরিচালক অধ্যাপক ড. মো. ছফি উলস্নাহ ভুঞা, স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া এবং নাজমুল হুসাইন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক রুবাইয়াত নাজনীন আখন্দ।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে