শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৪ মে ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

'কাকতাড়ুয়া'

৭৯. বুধাকে ট্যাংরা মাছের তরকারি দিয়ে ভাত দেয় কে?

ক. চাচি খ. নোলক বুয়া

গ. মিঠুর মা ঘ. আতাফুফু

উত্তর : গ. মিঠুর মা

৮০. কুন্তি বুধার সঙ্গে কোথায় যায়?

ক. বেড়াতে খ. খেলতে

গ. আম কুড়াতে ঘ. যুদ্ধে

উত্তর : ঘ. যুদ্ধে

৮১. মতিউর ফজু মিয়াকে বকাবকি করে কেন?

ক. বুধাকে দলে নেওয়ায়

খ. কাজে ফাঁকি দেওয়ায়

গ. কাজে দেরিতে আসায়

ঘ. রাজাকারদের বিরোধিতা করায়

উত্তর : ক. বুধাকে দলে নেওয়ায়

৮২. মাইন বিস্ফোরিত হওয়ায় প্রচন্ড শব্দের সঙ্গে গাঁয়ে কী ছড়িয়ে পড়ে?

ক. আনন্দধ্বনি খ. গুলির আওয়াজ

গ. আর্তচিৎকার ঘ. কান্নার শব্দ

উত্তর : গ. আর্তচিৎকার

৮৩. বুধার মা-বাবা কোন রোগে মারা গেছে?

ক. কলেরায় খ. ম্যালেরিয়ায়

গ. হৃদরোগে ঘ. যক্ষ্ণায়

উত্তর : ক. কলেরায়

৮৪. বুধার মতে কাদের একদিন এ গাঁ ছেড়ে চলে যেতে হবে?

ক. রাজাকারদের খ. গ্রামবাসীদের

গ. মিলিটারিদের ঘ. আলি ও শাহাবুদ্দিনকে

উত্তর : গ. মিলিটারিদের

৮৫. কে বুধাকে 'ছন্নছাড়া' বলে ডাকে?

ক. হরিকাকু খ. নোলক বুয়া

গ. চাচি ঘ. রানী

উত্তর : খ. নোলক বুয়া

৮৬. কে বুধাকে মোয়া-মুড়কি খেতে দেয়?

ক. চাচি খ. নোলক বুয়া

গ. কুন্তি ঘ. ফুলকলি

উত্তর : গ. কুন্তি

৮৭. 'তোমার মতো কেউ ভালো না'- কুন্তি এ কথা কাকে বলেছিল?

ক. আলিকে খ. মিঠুকে

গ. ফুলকলিকে ঘ. বুধাকে

উত্তর : ঘ. বুধাকে

৮৮. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত কার সামনে জেগে ওঠে ভয়াবহ কুটিল রাত?

ক. বুধার খ. আলির

গ. শাহাবুদ্দিনের ঘ. আহাদ মুন্সির

উত্তর :ক. বুধার

৮৯. কার চোখ দেখতে অপূর্ব ছিল?

ক. কুন্তির খ. বিনুর

গ. ফুলকলির ঘ. তিনুর

উত্তর : খ. বিনুর

৯০. কে বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে?

ক. হরিকাকু খ. চাচি

গ. শাহাবুদ্দিন ঘ. মতিউর

উত্তর : খ. চাচি

১০০. ধান কাটার সময় কে বুধাকে বাবা ছাড়া কথা বলে না?

ক. জয়নাল চাচা খ. হরিকাকু

গ. নোলক বুয়া ঘ. চাচি

উত্তর : ক. জয়নাল চাচা

১০১. বুধাকে কে কাকতাড়ুয়া খেলতে নিষেধ করে?

ক. আহাদ মুন্সি খ. রানী গ. চাচি ঘ. কুদ্দুস

উত্তর : খ. রানী

১০২. 'কাকতাড়ুয়া' উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?

ক. বুধা খ. কুন্তি

গ. আহাদ মুন্সী ঘ. শাহাবুদ্দিন

উত্তর : ক. বুধা

১০৩. 'ওর কাছে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব সমান।'- বাক্যটি থেকে বুধার কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়?

ক. বোধশক্তিহীনতা খ. দিকভ্রান্তি

গ. ছন্নছাড়া জীবন ঘ. দুঃসাহস

উত্তর : খ. দিকভ্রান্তি

১০৪. বুধার মাঝে কোনো ভয় নেই কেন?

ক. নিজের নিয়মে বড় হয়েছে বলে

খ. মরতে মরতে বেঁচে গিয়েছে বলে

গ. মুক্তিযুদ্ধ দেখেছে বলে

ঘ. লেখাপড়া শিখেছে বলে

উত্তর : ক. নিজের নিয়মে বড় হয়েছে বলে

১০৫. খড়ের ওমে বুধার পাশে গা ডুবিয়ে ঘুমায় কোনটি?

ক. বিড়াল খ. কুকুর

গ. বানর ঘ. ছাগল

উত্তর :খ. কুকুর

১০৬. কোথায় কাজ করলে বুধার চা-বিস্কুট জোটে?

ক. বিয়েবাড়িতে খ. ধানক্ষেতে

গ. চায়ের দোকানে ঘ. গেরস্থ বাড়িতে

উত্তর :গ. চায়ের দোকানে

১০৭. 'কোথায় যাচ্ছিস বুধা?'- কেউ প্রশ্ন করলে বুধা কী জবাব দেয়?

ক. সোনার ঘরে খ. যুদ্ধে

গ. মরতে ঘ. কাকতাড়ুয়া হতে

উত্তর : ক. সোনার ঘরে

১০৮. বুধার মতে কারও ভেতরে কী থাকলে সে ভালো মানুষ হতে পারে?

ক. সাহস খ. মায়া গ. গান ঘ. স্বপ্ন

উত্তর : গ. গান

১০৯. মৃতু্যর সময় তিনুর বয়স কত ছিল?

ক. এক বছর

খ. দেড় বছর

গ. দুই বছর

ঘ. আড়াই বছর

উত্তর : খ. দেড় বছর

১১০. কে বুধার কোলে উঠতে খুব ভালোবাসত?

ক. তিনু খ. শিলু

গ. তালেব ঘ. বিনু

উত্তর : ঘ. বিনু

১১১. 'কাকতাড়ুয়া' উপন্যাসে পিঠাপিঠি ভাইবোন কারা?

ক. তালেব-বিনু খ. বুধা-বিনু

গ. তিনু-তালেব ঘ. বুধা-শিলু

উত্তর : খ. বুধা-বিনু

১১২. কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা মগজের গায়ে ঠোক্কর খায়?

ক. বোমা খ. কামাই গ. মরা ঘ. মুক্তি

উত্তর : খ. কামাই

১১৩. কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা বুকের মাটিতে বলের মতো লাফায়?

ক. কামাই খ. মুক্তি

গ. বোমা ঘ. স্বাধীন

উত্তর : গ. বোমা

১১৪. চাচির বাড়ি ছেড়ে আসার সময় সম্পর্কের অধিকার তুলে বুধাকে বাধা দিয়েছিল কে?

ক. চাচি খ. কুন্তি

গ. ফুলকলি ঘ. চাচা

উত্তর : খ. কুন্তি

১১৫. 'আমি একদিন ভীষণ ভালোভাবে আসব'- বুধা এখানে কোন সময়টা বুঝিয়েছে?

ক. কুন্তির বিয়ের সময়

খ. দেশের স্বাধীনতা লাভের সময়

গ. নিজের বড়লোক হওয়ার সময়

ঘ. প্রতিশোধ গ্রহণের সময়

উত্তর : ক. কুন্তির বিয়ের সময়

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে