থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে আটক হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
এর আগে সিলেট বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল অভিনেত্রী নিপুণ আক্তারকে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ-১৮’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানবন্দরে কড়াকড়ির ফলে গ্রেফতার আতঙ্ক থেকে নাকি সম্প্রতি ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
জানা যায়, কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তার ভারত যাওয়ার কথা ছিল। তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয়।
‘গ্রেফতার আতঙ্কেই’ চঞ্চল এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হয় সেই প্রতিবেদনে।
এছাড়া অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিসহ আরও কয়েক আওয়ামীঘেঁষা শিল্পী এখন গ্রেফতারের শঙ্কায় বলে উল্লেখ করা হয়।
এর আগে ভারতের ‘টিভি নাইন বাংলা’-এর এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় টলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও চঞ্চল নাকি কলকাতায় যেতে পারছেন না।
এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তবে চঞ্চলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর থেকেই আওয়ামী লীগ সমর্থক শিল্পীদের গা ঢাকা দিতে দেখা গেছে।
তাদের অনেকেই এখনো প্রকাশ্যে আসছেন না।
তবে চঞ্চল চৌধুরী দীর্ঘদিন নিভৃতে থাকার পর আবার সরব হয়েছেন।
সম্প্রতি দেশের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আসছে ঈদে ওটিটিতে মুক্তি পাবে তার সিনেমা ‘উৎসব’।