সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শাবিপ্রবিতে ই-সাইন সার্টিফিকেট চালু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১২ মে ২০২৪, ০০:০০
শাবিপ্রবিতে ই-সাইন সার্টিফিকেট চালু
শাবিপ্রবিতে ই-সাইন সার্টিফিকেট চালু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ই-সাইন সার্টিফিকেট চালু হয়েছে।

একাডেমিক সনদ প্রাপ্তিকে সহজ করতে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ই-সাইন সার্টিফিকেট চালু করেছে শাবিপ্রবি কর্তৃপক্ষ।

1

বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে ১০ মে এ সার্টিফিকেট কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অ্যাপস্নাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. রেজা সেলিমের সভাপতিত্বে এবং আইআইসিটির পরিচালক অধ্যাপক ডক্টর মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, রিলিফ ভ্যালিডেশন লিমিটেডের সিইও রাশেদ মাহমুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক মো. মুজিবুর রহমান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতারা, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের প্রধান, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে