৬৪। মোরব্বা রোদে শুকিয়ে - করা হয়। উত্তর : সংরক্ষণ ৬৫। ফ্রুট লুপস তৈরি করা হয় - জন্য। উত্তর : শিশুদের ৬৬। কৃত্রিম রঙ ও - ব্যবহারের ফলে কিডনি ও লিভার অকার্যকর হয়। উত্তর : রাসায়নিক পদার্থ ৬৭। আলু, পেঁয়াজ, গাজর হিমাগারে - করা যায়। উত্তর : সংরক্ষণ ৬৮। যেসব রোগ-জীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে - রোগ বলে। উত্তর : পানিবাহিত ৬৯। যেসব রোগ-জীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে - রোগ বলে। উত্তর : বায়ুবাহিত ৭০। স্ত্রী - মশা ডেঙ্গু জীবাণুর বাহক। উত্তর : এডিস ৭১। রোগ-জীবাণু বহনকারী স্ত্রী - মশার কামড়ে ম্যালেরিয়া হয়। উত্তর : অ্যানোফিলিস ৭২। একবার তৈরি স্যালাইন - ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না। উত্তর : ছয় ৭৩। মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর - ঘটে। উত্তর :বংশ বৃদ্ধি ৭৪। রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে - হয়। উত্তর :জন্ডিস ৭৫। গ্রামের চেয়ে শহরেই - রোগটি বেশি হয়। উত্তর : টাইফয়েড ৭৬। পানিবাহিত রোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো - পানি পান করা। উত্তর : নিরাপদ ৭৭। যক্ষ্ণা একটা মারাত্মক বায়ুবাহিত - রোগ। উত্তর : সংক্রামক ৭৮। যক্ষ্ণাকে - বা - বলা হয়। উত্তর : টিবি বা ক্ষয়রোগ ৭৯। - কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে। উত্তর : গোল ৮০। কৃমি - প্রধান কারণ। উত্তর : অপুষ্টির ৮১। - নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়। উত্তর : স্ট্রেপটোকক্কাস ৮২। - নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়। উত্তর : এইচআইভি ৮৩। দাদ, খোসপাঁচড়া, বিখাউজ ইত্যাদি - রোগ। উত্তর : ত্বকের ৮৪। জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের - বলে। উত্তর : বধির ৮৫। নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের - সমস্যা হতে পারে। উত্তর : সাইনাসের ৮৬। খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে - ডিম দেহের ভেতরে প্রবেশ করে। উত্তর : কৃমির ৮৭। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর দেহ থেকে - ও - বেরিয়ে যায়। উত্তর : পানি ও লবণ \হ৮৮। আমাদের বেঁচে থাকার জন্য- অবশ্যই প্রয়োজনীয়। উত্তর : পানি ৮৯। সূর্যের তাপে পানি - পরিণত হয়। উত্তর : জলীয় বাষ্পে ৯০। মেঘ আসলে ছোট ছোট - মিলে তৈরি হয়। উত্তর : পানিকণা ৯১। পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানি - হবে। উত্তর : ফোটাতে ৯২। উদ্ভিদ মাটি থেকে পানি ও - শোষণ করে। উত্তর : পুষ্টি উপাদান ৯৩। খাদ্য গ্রহণের পর - খাদ্যকে তার উপাদানে ভেঙে ফেলতে সাহায্য করে। উত্তর : পানি ৯৪। সূর্যতাপ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানিকে - পরিণত করে। উত্তর : জলীয় বাষ্পে ৯৫। - পানি পান করলে হাত-পায়ের চামড়ায় ঘা হতে পারে। উত্তর : আর্সেনিকযুক্ত ৯৬। শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে - দরকার। উত্তর : পানি ৯৭। জলীয় বাষ্প বায়ুমন্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র - পরিণত হয়। উত্তর : পানিকণায় ৯৮। পৃথিবীতে পানি তার এক উৎস থেকে অন্য উৎসে - ঘোরে। উত্তর : চক্রাকারে ৯৯। মেঘের - খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয়। উত্তর : পানিকণাগুলো ১০০। নদীর পানি প্রবাহিত হয়ে - পানিতে মেশে। উত্তর : সমুদ্রের ১০১। বায়ুতে সব সময় কিছু পরিমাণ - থাকে। উত্তর : জলীয় বাষ্প ১০২। ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে আকাশে - হিসেবে ঘুরে বেড়ায়। উত্তর : মেঘ ১০৩। বৃষ্টি ও শিশির তৈরি হয় - থেকে। উত্তর : জলীয় বাষ্প হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়