মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গ্রিন ইউনিভার্সিটিতে সিএসই কার্নিভাল

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
গ্রিন ইউনিভার্সিটিতে সিএসই কার্নিভাল
গ্রিন ইউনিভার্সিটিতে সিএসই কার্নিভাল

গ্রিন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী সিএসই কার্নিভাল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্যর্ যালি, ইন্ডাস্ট্রিয়াল টক, আইটি অলিম্পিয়াডসহ কম্পিউটার বিজ্ঞানের নানা অনুষঙ্গ নিয়ে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এই উৎসব শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে এক মিলনমেলায় রূপ নেয়।

কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে সিএসই বিভাগের চেয়ারম্যান চেয়ারপারসন ড. মুহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ। অনুষ্ঠানে ওমানের মিলিটারি টেকনোলজি কলেজ ইন মাসকটের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রাইসুদ্দিন আহমেদ কি-নোট স্পিকার ও স্যামসাংয়ের টেক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন হেড নিজাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে