ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'ঝড়পরধষ চৎড়ঃবপঃরড়হ রিঃয ধ ঋড়পঁং ড়হ ঝড়পরধষ ওহংঁৎধহপব' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৭ ডিসেম্বর ওই সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতি হিসেবে বক্তব্যে প্রদান করেন।
এতে অন্যদের মধ্যে ঢবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শারমিন মবিন ভূঁইয়া বক্তব্য রাখেন। এছাড়া, ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ প্রশিক্ষণ কোর্সের সার্বিক বিষয় তুলে ধরেন।
প্রসঙ্গত, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যম সারির কর্মকর্তাগণ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।