শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হালো?

উত্তর : ৩৩ তম

প্রশ্ন:জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?

উত্তর :সম্মিলিত প্রয়াস

প্রশ্ন:নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?

উত্তর :বাংলা একাডেমিতে

প্রশ্ন:মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?

উত্তর:১১টি

প্রশ্ন:জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?

উত্তর:৭ টি

প্রশ্ন:বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?

উত্তর : ১৩৬ তম

প্রশ্ন:বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে?

উত্তর:১৯৭৪ সালে

প্রশ্ন:ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:১৯২১ সাল

প্রশ্ন:'সাগরকন্যা' কোন এলাকার ভৌগলিক নাম?

উত্তর:পটুয়াখালী

প্রশ্ন:বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?

উত্তর:১৮৬২ সালে

প্রশ্ন:পর্যটন কেন্দ্র 'সাজেক' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

উত্তর:রাঙ্গামাটি

প্রশ্ন:৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?

উত্তর:লাহোর

প্রশ্ন:বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:ঢাকা

প্রশ্ন:বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?

উত্তর:তিতাস

প্রশ্ন:কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?

উত্তর:পঞ্চগড়

প্রশ্ন:পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা-

উত্তর:মাকসুদুল আলম

প্রশ্ন:বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়?

উত্তর:সিলেট

প্রশ্ন:ঢাকার 'ধোলাই খাল' কে খনন করেন?

উত্তর:ইসলাম খান

প্রশ্ন:কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?

উত্তর:১১ ডিসেম্বর, ১৯৯৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে