আমাদের পরিবেশ
১। গ্রাম এলাকায় কিছু ব্যক্তি ব্যাঙ ধরে বিক্রি করে। এক্ষেত্রে কী ঘটতে পারে?
ক. পোকামাকড়ের সংখ্যা কমে যাবে
খ. ফসলের উৎপাদন বেড়ে যাবে
গ. পরিবেশের ভারসাম্য নষ্ট হবে
ঘ. পুকুরের মাছ বেড়ে যাবে
উত্তর: পরিবেশের ভারসাম্য নষ্ট হবে
২। যদি কোনো এলাকার ব্যাঙের সংখ্যাকমতে থাকে তাহলে নিচের কোনটি ঘটার সম্ভাবনা বেশি?
ক. ঘাস বড় হয়ে অধিক লম্বা হয়ে যাবে
খ. পাখি বেশি পরিমান মাছ খেতে পারবে
গ. মাছের সংখ্যা বৃদ্ধি পাবে
ঘ. ফড়িং এর সংখ্যা বৃদ্ধি পাবে
উত্তর: ফড়িং এর সংখ্যা বৃদ্ধি পাবে
৩। মিলনদের গ্রামের কৃষকেরা ফলানো ও বাসস্থান তৈরির জন্য জড়বস্তুর উপর নির্ভর করে। জড় বস্তুটি কী হতে পারে?
ক. পানি খ. মাটি গ. বায়ু ঘ. আলো
উত্তর: মাটি
৪। তোমার মতে একজন বাড়ন্ত শিশুর শ্বাস গ্রহণ পান করা ও প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার জন্য কী কী উপাদানের দরকার হয়?
ক. সূর্যের আলো, পানি ও মাটি
খ. বায়ু পানি ও খাবার
গ. সূর্যের আলো, খাবার ও পানি
ঘ. সুর্যের আলো, পানি ও খাবার
উত্তর: বায়ু, পানি ও খাবার
৫। ইমু স্কুলে যাওয়ার সময় দেখল রাস্তার পাশে একটি ভেড়া মরে পড়ে আছে। ভেড়াটির মৃতদেহ কিসে পরিণত হবে?
ক. ইউরিয়া সারে খ. মাটিতে
গ. প্রাকৃতিক সারে ঘ. গ্যাসে
উত্তর: প্রাকৃতিক সারে
৬। মাহিনদের বাগানে ফুল গাছে তিনটি প্রাণী পরাগয়ন ঘটিয়ে নতুন উদ্ভিদের বীজ সৃষ্টি করে। কোন প্রাণী তিনটি এ কাজে সহায়তা করে?
ক. মৌমাছি, প্রজাপতি ও ঘাসফড়িং
খ. পাখি, মৌমাছি ও মশা মাছি
গ. পিপড়া, প্রজাপতি ও পাখি
ঘ. মৌমাছি, প্রজাপতি ও পাখি
উত্তর:মৌমাছি, প্রজাপতি ও ঘাসফড়িং
৭। জাভেদ একটি ইট দিয়ে মাঠে কোনো একটি স্থানে ঘাস চাপা দিয়ে রাখল। কিছুদিন পর কী ঘটবে?
ক. ঘাস মরে যাবে
খ. ঘাস অপরিবতির্ত থাকবে
গ. ঘাস গাঢ় সবুজ হয়ে যাবে
ঘ. ইটটি সরে যাবে
উত্তর: ঘাস মরে যাবে
৮। নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?
ক. আলো খ. পানি
গ. বীজ ঘ.খাদ্য
উত্তর: খাদ্য
৯। খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক.ঘাষ ফড়িং > তৃণ জাতীয় উদ্ভিদ > সাপ > ব্যাঙ
খ.ব্যাঙ > ঘাষ ফড়িং > তৃণ জাতীয় উদ্ভিদ > সাপ
গ.সাপ > ঘাস ফড়িং > তৃণ জাতীয় উদ্ভিদ > ব্যাঙ
ঘ. তৃণ জাতীয় উদ্ভিদ > ঘাষ ফড়িং > ব্যাঙ > সাপ
উত্তর:তৃণ জাতীয় উদ্ভিদ > ঘাষ ফড়িং > ব্যাঙ > সাপ
১০।সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে?
ক.খাদ্য তৈরিতে খ. বংশ বৃদ্ধিতে
গ. শ্বাসকার্যে ঘ.পরাগায়নে
উত্তর: খাদ্য তৈরিতে
১১। উদ্ভিদের খাদ্য তৈরির সময় বায়ু থেকে কী গ্রহণ করে?
ক. কার্বন-ডাই-অক্সাইড খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোঅক্সাইড
উত্তর: কার্বন-ডাই-অক্সাইড
১২। কোনটি শক্তির প্রধান উৎস?
ক.পানি খ.বায়ু
গ.মাটি ঘ.সূর্য
উত্তর: সূর্য
১৩। প্রাণী শ্বাসকার্যের জন্য বায়ু থেকে কী গ্রহণ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. ফসফরাস ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর:অক্সিজেন
১৪। পরিবেশের জড় উপাদান কোনটি?
ক. মানুষ খ.গরু
গ.ছাগল ঘ.পুকুর
উত্তর: পুকুর
১৫। ফড়িং কোন স্তরের খাদক?
ক. প্রথম খ.দ্বিতীয়
গ.তৃতীয় ঘ.বিয়োজক
উত্তর: প্রথম
১৬। উদ্ভিদ ও প্রাণী কোন উপাদানদ্বয়ের জন্য বেঁচে থাকে?
ক. পানি ও আলো খ. মাটি ও পানি
গ. পানি ও তাপ ঘ. মাটি ও আলো
উত্তর: খ. মাটি ও পানি
১৭। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কী উৎপন্ন করে?
ক.আলো খ.বাতাস
গ. তাপ ঘ. খাদ্য
উত্তর: ঘ. খাদ্য
১৮। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন উপাদানটি অধিক প্রয়োজন?
ক. তাপ খ. চাপ গ.পানি ঘ.আলো
উত্তর: পানি
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়