২৭. পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. ছাঁকন খ. থিতানো
গ. ফুটানো ঘ. ঘনীভবন
উত্তর: খ. থিতানো
২৮. উদ্ভিদের পুষ্টি শোষনের জন্য কোনটি প্রয়োজন?
ক. পানি খ. মাটি
গ. আলোক ঘ. বায়ু
উত্তর: ক. পানি
২৯. কোনটি পানি দূষনের ফলে হয়?
ক.পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খ. ঘুমে ব্যাঘাত সৃষ্টি
গ. ডায়রিয়া ঘ. মাটির র্উবরতা হ্রাস
উত্তর: গ. ডায়রিয়া
৩০. আমাদের দেহের স্বাভাবকি তাপমাত্রা বজায় রাখতে নিচের কোন উপাদানটি সাহায্য করে?
ক. ভাত খ. পানি
গ. বায়ু ঘ.মাটি
উত্তর: খ. পানি
৩১. কোনটি ছাড়া আমরা বাচঁতে পারি না?
ক. শিক্ষা খ.বস্ত্র
গ. চিকিৎসা ঘ. পানি
উত্তর: ঘ. পানি
৩২. ছাকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কারের প্রক্রিয়াকে কী বলে?
ক. ফুটানো খ. থিতানো
গ. ছাঁকন ঘ. রাসায়নিক প্রক্রিয়া
উত্তর: গ. ছাঁকন
৩৩. উচু র্পবতের চুড়ায় পানি কিরূপে থাকে?
ক. পানি খ. জলীয় বাষ্প
গ.শিশির ঘ. বরফ
উত্তর: ঘ. বরফ
৩৪. পুকুর বা নদীর পানি পানের জন্য পুরোপুরি নিরাপদ হয়-
ক. থিতালে
খ. ফুটিয়ে নিলে
গ. অল্প ফিটকিরি মিশালে
ঘ. ফুটানোর পর ছেঁকে নিলে
উত্তর: ঘ. ফুটানোর পর ছেঁকে নিলে
৩৫. পানিকে শীতল করলে কোনটি পাওয়া যায়?
ক. ঠান্ডা পানি খ. বরফ
গ. মেঘ ঘ. শিশির
উত্তর: খ. বরফ
৩৬. নিচের কোনটি পানির প্রাকৃতিক উৎস?
ক.পুকুর খ. টিউবওয়লে
গ.বৃষ্টি ঘ. দীঘি
উত্তর: গ.বৃষ্টি
৩৭. রাতে ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানিজমে তাকে কী বলা হয়?
ক. কুয়াশা খ. শিশির
গ. তুষার ঘ. বরফ
উত্তর: খ. শিশির
৩৮.পানিতে ভাসমান বস্তুকণা এবং বালি নিচের কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়?
ক. ফুটানো খ. থিতানো
গ. ছাঁকন ঘ. ক ও খ
উত্তর: খ. থিতানো
৩৯. পানি ভূপৃষ্ঠে কীভাবে ফিরে আসে?
ক. জলীয় বাষ্পরূপে খ. মেঘ হিসেবে
গ. বৃষ্টি হিসেবে ঘ. ফিরে আসেনা
উত্তর: গ. বৃষ্টি হিসেবে
৪০. আকাশে যে মেঘ ভেসে থাকে তা কীভাবে তৈরি হয়?
ক. ক্ষুদ্র পানকিণা একত্র হয়ে খ. বরফ গলে
গ.বালিকনা মিশে ঘ. ধোঁয়া থেকে
উত্তর: ক. ক্ষুদ্র পানকিণা একত্র হয়ে
৪১. বন্যাকবলিত এলাকার জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহে কী ব্যবহার করবে?
ক. ফিটকিরি খ. বরকি পাউডার
গ. হ্যালোজেন পাউডার ঘ. ডিটি পাউডার
উত্তর: ক. ফিটকিরি
৪২. মেঘ র্পবতের চূড়ায় পৌছে কেন?
ক. সাগর র্পবতরে নিকটর্বতী হলে
খ. মহার্কষ বলরে প্রভাবে
গ. বায়ুপ্রবাহরে কারণে
ঘ. তরল অবস্থা থাকে বলে
উত্তর: গ. বায়ুপ্রবাহরে কারণে
৪৩. জলীয় বাষ্প উপরের দিকে উঠলে কী হয়?
ক. গরম হয় খ. জমে যায়
গ. বাষ্প হয় ঘ. অপরবিতর্তি থাকে
উত্তর: খ. জমে যায়
৪৪. পানি আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করা ছাড়াও আর কী কাজে প্রয়োজন হয়?
ক. পুষ্টি উপাদান পরিবহনে
খ. শ্বসন ক্রিয়ায়
গ. শ্বাস প্রশ্বাসে ঘ.চলনে
উত্তর: ক. পুষ্টি উপাদান পরিবহনে
৪৫. মেঘ কী?
ক. উত্তপ্ত জলীয় বাষ্প খ. ঘনীভূত পানকিণা
গ.শীতল পানি ঘ. গরম পানি
উত্তর: খ. ঘনীভূত পানিকণা
৪৬. জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হওয়া কোন ধরনের প্রক্রিয়া?
ক. বাষ্পীভবন খ. ঘনীভবন
গ. তরলী করণ ঘ. ঊধ্বপাতন
উত্তর: খ. ঘনীভবন
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়