মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

হবিগঞ্জে বৈষম্যবিরোধি মামলার  আসামী শিল্পপতি জাকারিয়া গ্রেফতার 

হবিগঞ্জ প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৭:৫৩
হবিগঞ্জে বৈষম্যবিরোধি মামলার  আসামী শিল্পপতি জাকারিয়া গ্রেফতার 
ছবি : যায়যায়দিন

হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে বৈষম্যবিরোধি মামলার আসামি শিল্পপতি জাকারিয়া চৌধুরী (৪৫) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে। সে মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) মোঃ শাহাব উদ্দিন শাহীন। তিনি জানান, গ্রেফতারকৃত জাকরিয়া চৌধুরীর বিরুদ্ধে ঢাকার মিরপুুর, রামপুরা, সিলেট ও পল্টন থানায় বৈষম্যবিরোধি পৃথক ৪টি মামলা রয়েছে। এরপর থেকে সে পলাতক ছিল।

আজ দুপুরে হবিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এছাড়া, অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে