১৪. ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতির তাৎপর্য হলো-
র) ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করে
রর) সমস্যার সমাধানে ব্যক্তির সাহায্য সহযোগিতা পাওয়া যায়
ররর) সমস্যা সমাধানের পরিকল্পনা প্রণয়ন প্রণয়নসহ যায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:ঘ) র, রর ও ররর
১৫. 'ঠধষঁবং' শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
ক) মূল্য খ) মূল্যবোধ
গ) মূল্যবান ঘ) মূলনীতি
উত্তর:খ) মূল্যবোধ
১৬. বৃত্তি বলতে বুঝায়-
ক) বিশেষ জ্ঞান সমৃদ্ধ জীবিকা
খ) মূল্যবোধ সমৃদ্ধ জীবিকা
গ) সাধারণ জ্ঞান অর্জিত জীবিকা
ঘ) সামাজিক স্বীকৃত জীবিকা
উত্তর:গ) সাধারণ জ্ঞান অর্জিত জীবিকা
১৭. মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়?
ক) বস্তুগত খ) আপেক্ষিক
গ) চূড়ান্ত ঘ) বিমূর্ত
উত্তর:ঘ) বিমূর্ত
১৮. সমাজকর্ম কোন ধরনের পেশা?
ক) মূল্যবোধ নিরপেক্ষ
খ) মূল্যবোধ নির্দেশিত
গ) দক্ষতা দক্ষতা নিরপেক্ষ
ঘ) জ্ঞান নিরপেক্ষ
উত্তর: খ) মূল্যবোধ নির্দেশিত
১৯. সমাজের মানুষের আচরণের মানদন্ড হিসেবে কাজ করে কোনটি?
ক) সামাজিক মূল্যবোধ খ) রাজনৈতিক মূল্যবোধ
গ) ধর্মীয় মূল্যবোধ ঘ) সাংস্কৃতিক মূল্যবোধ
উত্তর: ক) সামাজিক মূল্যবোধ
২০. পেশার জন্য যে জিনিসটা দরকার-
র) তাত্ত্বিক জ্ঞান
রর) বিশেষ প্রশিক্ষণ
ররর) পর্যাপ্ত মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ক) র ও রর
২১. মূল্যবোধ বলতে কী বোঝায়?
ক) সমাজ নিয়ন্ত্রণের মানদন্ড
খ) মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মানদন্ড
গ) মানুষের সম্পদ সম্পত্তি নিয়ন্ত্রণের মানদন্ড
ঘ) রাজনীতি নিয়ন্ত্রণের মানদন্ড
উত্তর: খ) মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মানদন্ড
২২. পেশাদার সমাজকর্মের সূচনা হয় কোথায়?
ক) যুক্তরাষ্ট্রে খ) যুক্তরাজ্যে
গ) জার্মানিতে ঘ) জাপানে
উত্তর: খ) যুক্তরাজ্যে
২৩. বৃত্তির জন্য যেটি দরকার-
র) সাধারণ বুদ্ধি
রর) উচ্চতর ডিগ্রী
ররর) শারীরিক সামর্থ্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: গ) র ও ররর
২৪. সিফাত একজন সমাজকর্মী। তিনি যেসব মূল্যবোধ অনুসরণ করেন-
র) ব্যক্তিগত মূল্যবোধ
রর) সামাজিক মূল্যবোধ
ররর) পেশাগত মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
২৫. সক্ষমকারী পেশা বলতে বোঝায়-
ক) সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা
খ) সমস্যাগ্রস্ত ব্যক্তির কাজের ব্যবস্থা করা
গ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা করা
ঘ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
উত্তর: ঘ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
২৬. "পেশা হচ্ছে নৈপুণ্যভিত্তিক কৌশল দ্বারা বৈশিষ্ট্যমন্ডিত বৃত্তি।"- সংজ্ঞাটি কার?
ক) মার্ক টেইলর খ) এ ই বেন
গ) সমাজকল্যাণ অভিধান ঘ) এম জি থ্যাকারি
উত্তর: গ) সমাজকল্যাণ অভিধান
২৭. গুরুত্বের দিক দিয়ে মূল্যবোধ কয় প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
উত্তর: ক) ২ প্রকার
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়