রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:এডলফ হিটলার জন্মগ্রহণ করেন-

উত্তর: অস্ট্রিয়ায়।

প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম নদী-

উত্তর: নীলনদ।

প্রশ্ন:'শতবর্ষ ব্যাপী যুদ্ধ' এর সময়কাল-

উত্তর: (১৩৩৭-১৪৫৩)।

প্রশ্ন:ইংল্যান্ড এর যে রাজা ফ্রান্সের সিংহাসন দাবী করেন-

উত্তর: ৩য় এডওয়ার্ড।

প্রশ্ন:জোয়ান অব আর্ক-

উত্তর: ফরাসি বীর কন্যা।

প্রশ্ন:পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়-

উত্তর: কারুইন।

প্রশ্ন:আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন-

উত্তর: কলম্বাস।

প্রশ্ন:ফরাসি বিপস্নব হয়-

উত্তর: ১৭৮৯ সালে।

প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: নীলনদ

প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উত্তর: হনসু।

প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?

উত্তর: আমাজান।

প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?

উত্তর: ভূটান।

প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?

উত্তর: বেলজিয়াম।

প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: কর্ণফুলী।

প্রশ্ন: নিশীত সূর্যের দেশ' বলা হয়-কোন দেশকে?

উত্তর: নরওয়েকে।

প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?

উত্তর: ১৯৬১ সালে।

প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?

উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।

প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?

উত্তর: নিউজিল্যান্ড।

প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?

উত্তর: রোম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে