রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় শান্তি উৎসব

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় শান্তি উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় শান্তি উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'প্রথম জাতীয় শান্তি উৎসব' উদযাপিত হয়েছে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে

১ ফেব্রম্নয়ারি আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাকেরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আরফান আশিকসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। গোলটেবিল আলোচনা, আর্ট কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, শান্তির্ যালি, কনসার্ট, পুনর্মিলনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব উদযাপিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে