সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

আরিফ আনজুম, সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল, বগুড়া।
  ০৪ মার্চ ২০২৫, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

স্বাস্থ্যবিধি

১. হাঁচি ও কাশির সময় মুখে হাত বা রুমাল দিয়ে ঢাকলে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যায়?

ক. ইনফ্লুয়েঞ্জা খ. বাতজ্বর

গ. এইডস ঘ. ডায়রিয়া

উত্তর:ক. ইনফ্লুয়েঞ্জা

২. কোনটি পোকামাকড়বাহিত রোগ?

ক. বসন্ত খ. ডেঙ্গু

গ. হাম ঘ. কলেরা

উত্তর:খ. ডেঙ্গু

৩. নিপার বয়স ১২। সে তার শরীরের কিছু পরিবর্তন লক্ষ করল। এ ক্ষেত্রে তার করণীয় হচ্ছে-

ক. ঔষধ কিনে খাবে

খ. স্বাভাবিক কাজকর্ম করবে না

গ. অন্য কাউকে বিষয়টি জানাবে না

ঘ. মা বাবার সাথে আলোচনা করবে

উত্তর:ঘ. মা বাবার সাথে আলোচনা করবে

৪. তুমি কীভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পার?

ক. বায়ুর মাধ্যমে খ. মানুষের মাধ্যমে

গ. কীটপতঙ্গ দ্বারা ঘ. পশুপাখি দ্বারা

উত্তর:গ. কীটপতঙ্গ দ্বারা

৫. তোমার পড়ার ঘরের কোণে একটি ভাঙা গস্নাসে কিছু পরিষ্কার পানি দীর্ঘদিন ধরে রয়েছে। তুমি ভাঙা গস্নাসটি পানিসহ ডাস্টবিনে ফেলে দিবে কারণ-

ক. বসন্ত রোগের প্রাদুর্ভাব হতে পারে

খ. কলেরা রোগের প্রাদুর্ভাব হতে পারে

গ. ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব হতে পারে

ঘ. ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব হতে পারে

উত্তর:গ. ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব হতে পারে

৬. যক্ষা রোগীর হাঁচি ও কাশির সময় কী করা উচিত?

ক. মুখে রুমাল ব্যবহার করা

খ. মুখে হাত ব্যবহার করা

গ. মুখ খোলা রেখে কাশি দেয়া

ঘ. অন্যের কাছাকাছি দেয়া

উত্তর:ক. মুখে রুমাল ব্যবহার করা

৭. আমার ভাই গুটি বসন্ত রোগে ভুগছে। এ রোগ ছড়িয়ে পড়া রোধের জন্য আমার মা-

ক. তাকে পৃথক ঘরে রাখবে

খ. আমাদের সাথে তার শোয়ার ব্যবস্থা করবে

গ. খাবার এক সাথে ভাগাভাগি করে খেতে দিবে

ঘ. তেমন কোনো বিশেষ ব্যবস্থা করবে না

উত্তর: ক. তাকে পৃথক ঘরে রাখবে

৮. জুঁই তার হামে আক্রান্ত ভাইয়ের গস্নাস-পেস্নট, জামাকাপড় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিছুদিন পর সে নিজেও ঐ রোগে আক্রান্ত হয়ে পড়ল। জুঁইয়ের কোন ধরনের রোগ হয়েছে?

ক. প্রাণীবাহিত রোগ

খ. পোকামাকড়বাহিত রোগ

গ. ছোঁয়াচে রোগ

ঘ. পানিবাহিত রোগ

উত্তর:গ. ছোঁয়াচে রোগ

৯. রিফাত যেখানে সেখানে ট্যাপের পানি খায়। তার কোন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে?

ক. প্রাণীবাহিত খ. পোকামাকড়বাহিত

গ. ছোঁয়াচে ঘ. কলেরা

উত্তর:ঘ. কলেরা

১০. তিতাস হাত জীবাণুমুক্ত রাখে, জমে থাকা পানি পরিষ্কার করে, টিকা নেয় এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করে। সে কী প্রতিরোধ করতে চায়?

ক. গৃহস্থালি দুর্ঘটনা

খ. সংক্রামক রোগ

গ. বাবা-মায়ের বকা

ঘ. রোগজীবাণু

উত্তর:খ. সংক্রামক রোগ

১১. মেঘলার ভেতর হঠাৎ করে কিছু শারীরিক, মানসিক এবং আচরণিক পরিবর্তন দেখা দিচ্ছে। তার বয়স কত?

ক. ৮-১৩ বছর খ. ৮-১৫ বছর

গ. ৯-১৩ বছর ঘ. ৯-১৪ বছর

উত্তর:গ. ৯-১৩ বছর

১২. টাইফয়েড এর জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে?

ক. পানি খ. বায়ু

গ. মাটি ঘ. পোকামাকড়

উত্তর:ক. পানি

১৩. মিতালি বয়ঃসন্ধিকালীন কিশোরী। তার ভেতর কোন পরিবর্তনটি হবে?

ক. গলার স্বরের পরিবর্তন

\হখ. মাংসপেশি সুগঠিত হওয়া

গ. দাড়ি-গোঁফ গজানো

ঘ. আবেগপ্রবণ হয়ে পড়া

\হউত্তর:ক. গলার স্বরের পরিবর্তন

১৪. অন্তু অসুস্থ বোধ করছিল। তার মা তাকে পরীক্ষানিরীক্ষা করে বললেন, ডাক্তার না দেখালেও হবে। প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলেই সে ভালো বোধ করবে। অন্তুর কী হয়েছে?

ক. প্রচন্ড জ্বর

\হখ. হালকা জ্বর

\হগ. ক্রমাগত বমি

\হঘ. মারাত্মক মাথাব্যথা

\হউত্তর:খ. হালকা জ্বর

১৫. ইভানের এক ধরনের জ্বর হয়েছে। ডাক্তার তার বাবা-মাকে বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা পরিষ্কার করার পরামর্শ দিলেন। ইভানের রোগের বাহক কোনটি?

ক. কুকুর খ. বাতাস

গ. মশা ঘ. পানি

উত্তর:গ. মশা

১৬. উমাদের বাড়ি নিচু এলাকায়, একটি পরিত্যক্ত পুকুরের পাশে। তার বাড়ির সদস্যদের কোন রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে?

ক. সোয়াইন ফ্লু খ. এইডস

গ. জলাতঙ্ক ঘ. ডেঙ্গু

উত্তর:ঘ. ডেঙ্গু

১৭. মি. রহমান দীর্ঘদিন ধরে একটি ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত। তাকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ সংক্রমিত হয় না। তার রোগটি কিসের মাধ্যমে সংক্রমিত হয়?

ক. ইবোলা ভাইরাস

খ. এইচ আইভি ভাইরাস

গ. পোকামাকড়

ঘ. বায়ু ও পানি

উত্তর:ঘ. বায়ু ও পানি

১৮. শান্ত গুটিবসন্ত রোগে আক্রান্ত। এই রোগের জীবাণু যেন তার দেহ থেকে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য তাকে কী সাবধানতা অবলম্বন করতে হবে?

ক. হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে

খ. পোকামাকড় থেকে দূর থাকতে হবে

গ. চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে

ঘ. মশারি টাঙিয়ে ঘুমাতে হবে

উত্তর:গ. চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে