বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শিক্ষা উপদেষ্টার দপ্তরে ৬ মার্চ এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপাচার্যদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতি নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নানা দিকের খোঁজ খবর নেন তিনি। সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষা উপদেষ্টার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন ববি উপাচার্য।