শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয়পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয়পত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয়পত্র

২৮. পুষ্টিহীনতা বলতে বোঝায় কাজ-

র) কাজ করার সামর্থ্যে ব্যাঘাত

রর) গাঠনিক সম্পূর্ণতার অভাব

ররর) মানসিক সুস্থতার ঘাটতি

নিচের কোনটি সঠিক ?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও রর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

২৯. বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে- এর যথার্থ কারণ-

ক) কৃষিভূমি হ্রাস

খ) জনসংখ্যা বৃদ্ধি

গ) কৃষকের সংখ্যা হ্রাস

ঘ) শিল্পপ্রতিষ্ঠান বৃদ্ধি

উত্তর: ক) কৃষিভূমি হ্রাস

৩০. 'ঈড়সসড়হ ঐঁসধহ ঘববফং' গ্রন্থটি কার লেখা?

ক) রবার্ট এল বার্কার

খ) চার্লট টোলে

গ) ডবিস্নউ এ ফ্রেডল্যান্ডার

ঘ) ডেবিড ড্রেসলার

উত্তর:খ) চার্লট টোলে

নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও।

ক্লাসে তমা তার শিক্ষককে জানায় বোর্ডের লেখা দেখা যাচ্ছে না। তার রুগ্ন দেহ, ফ্যাকাসে চেহারা দেখে শিক্ষক তমাকে বললেন তোমার বাবাকে বলবে চোখের ডাক্তারের নিকট নিয়ে যেতে।

৩১. তমার সমস্যাটি কোন মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরায় থেকে উদ্ভূত?

ক) বাসস্থান খ) চিকিৎসা

গ) খাদ্য ঘ) চিত্তবিনোদন

উত্তর:গ) খাদ্য

৩২.তমার সমস্যা সমাধানে প্রয়োজন-

র) শাক-সবজি খাওয়া

রর) ছোট মাছ খাওয়া

ররর) প্রতিদিন মংস খাওয়া

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

৩৩. ভূমিহীন ও গৃহহীন তালেব মিয়াকে একটি সরকারি প্রকল্পের খাস জমিতে বাসগৃহ প্রদান করা হয়েছে। এটি সরকার গৃহীত কোন প্রকল্প?

ক) ক্ষুদ্র তহবিল প্রকল্প

খ) আশ্রয়ণ প্রকল্প

গ) সকলের জন্য গৃহনির্মাণ প্রকল্প

ঘ) একটি বাড়ি একটি খামার প্রকল্প

উত্তর: খ) আশ্রয়ণ প্রকল্প

৩৪. মৌলিক মানবিক চাহিদা পূরণ অত্যাবশ্যক-

ক) মানুষের অস্তিত্ব রক্ষার জন্য 

খ) মানুষের উন্নয়নের জন্য

গ) মানুষের কর্মস্পৃহা বৃদ্ধির জন্য

ঘ) মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য

উত্তর: ক) মানুষের অস্তিত্ব রক্ষার জন্য 

৩৫. মৌলিক মানবিক চাহিদা হিসেবে শিক্ষাকে যেভাবে বিশেষায়িত করা যায়, তা হলো-

র. অন্যান্য মৌল-মানবিক চাহিদা পূরণে সহায়ক

রর. মানব সভ্যতা বিকাশের প্রধান উপকরণ

ররর. বেঁচে থাকার একমাত্র অবলম্বন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

৩৬. মানবসভ্যতার প্রধান নির্দেশক কোনটি?

ক) চিকিৎসা খ) বস্ত্র

গ) খাদ্য ঘ) বাসস্থান

উত্তর: খ) বস্ত্র

৩৭. ঠএঋ-এর পূর্ণরূপ কী?

ক) ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋড়ড়ফরহম

খ) ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋববফরহম

গ) ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋববফ

ঘ) ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋড়ড়ফ

উত্তর: খ) ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋববফরহম

৩৮. স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিৎ, কারণ তা-

ক) সৃজনশীলতা বিকাশে অপরিহার্য 

খ) ক্ষমতাকাঠামো গঠনে অপরিহার্য

গ) সম্পর্ক বিনির্মাণে অপরিহার্য

ঘ) সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য

উত্তর:ক) সৃজনশীলতা বিকাশে অপরিহার্য 

৩৯. জীবনের জন্য আমাদের প্রথম প্রয়োজন কী?

ক) খাদ্যের খ) বস্ত্রের

গ) শিক্ষার ঘ) বিনোদনের

উত্তর: ক) খাদ্যের

৪০. পুষ্টিহীনতা দেখা দিলে কী প্রয়োজন হয়? 

ক) দামি খাদ্য খ) সস্তা খাদ্য

গ) পানীয় খাদ্য ঘ) সুষম খাদ্য

উত্তর: ঘ) সুষম খাদ্য

৪১. স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে এদেশের একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক কী পরিমাণ খাদ্য প্রয়োজন? 

ক) ২২ আউন্স খ) ২৩ আউন্স

গ) ২৪ আউন্স ঘ) ২৫ আউন্স

উত্তর:ঘ) ২৫ আউন্স

৪২. বাংলাদেশে সম্পদের বণ্টন ব্যবস্থা অসম। এটি যা নির্দেশ করে- 

র. ধনীরা গরিব হচ্ছে

রর. ধনীরা আরও ধনী হচ্ছে

ররর. গরিবরা আরও গরিব হচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: গ) রর ও ররর

৪৩. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার উলেস্নখ আছে?

ক) ১৩ নং অনুচ্ছেদে

খ) ১৫ নং অনুচ্ছেদে 

গ) ২৫ নং অনুচ্ছেদে

ঘ) ১৭ নং অনুচ্ছেদে

উত্তর: খ) ১৫ নং অনুচ্ছেদে 

৪৪. মেয়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি কোন সালে প্রবর্তিত হয়?

ক) ১৯৯৪ সালে খ) ১৯৯৫ সালে

গ) ১৯৯৬ সালে ঘ) ১৯৯৯ সালে

উত্তর:ক) ১৯৯৪ সালে

৪৫. শিক্ষা বিষয়ক ঝউএং-এর লক্ষ্যমাত্রা কী?

ক) ছঁধষরঃু ঊফঁপধঃরড়হ 

খ) ঘড় চড়াবৎঃু

গ) ঊফঁপধঃরড়হ ধহফ বিষষনবরহম 

ঘ) টহরাবৎংধষ বফঁপধঃরড়হ

উত্তর: ক) ছঁধষরঃু ঊফঁপধঃরড়হ 

৪৬. নিচের কোনটি মানবিক চাহিদা?

ক) খাদ্য খ) চিকিৎসা

গ) ঘুম ঘ) শিক্ষা

উত্তর: ঘ) শিক্ষা

৪৭. সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার?

ক) ৪ প্রকার খ) ৫ প্রকার

গ) ৬ প্রকার ঘ) ৭ প্রকার

উত্তর: গ) ৬ প্রকার

৪৮. শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার-

ক) বস্ত্র খ) বাসস্থান

গ) শিক্ষা ঘ) চিত্তবিনোদন

উত্তর: গ) শিক্ষা

৪৯. খাদ্যের অপুরণজনিত প্রধান সমস্যা কোনটি?

ক) পুষ্টহীনতা খ) বস্তি সমস্যা

গ) অপরাধ প্রবণতা ঘ) নিরক্ষরতা

উত্তর: ক) পুষ্টহীনতা

৫০. বাংলাদেশের খাদ্য ঘাটতির যৌক্তিক কারণ হলো

র. জনসংখ্যা বৃদ্ধি

রর. প্রাকৃতিক দুর্যোগ

ররর জমির খন্ডবিখন্ডতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

৫১. নিরাপদ খাদ্য আইন কত সালে প্রণীত হয়?

ক) ২০১০ সালে খ) ২০১১ সালে

গ) ২০১২ সালে ঘ) ২০১৩ সালে

উত্তর:ঘ) ২০১৩ সালে

৫২. বাংলাদেশ বিশ্বের কততম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ?

ক) ১ম খ) ২য়

গ) ৩য় ঘ) ৪র্থ

উত্তর: খ) ২য়

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে