বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১১ মার্চ ২০২৫, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন : বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল কে?

উত্তর : মুহাম্মাদ আসাদুজ্জামান।

প্রশ্ন 'হাওর এক্সপ্রেস' কী?

উত্তর : ঢাকা-মোহনগঞ্জ রুটে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের নতুন আন্তঃনগর ট্রেন।

প্রশ্ন : কুড়িল ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

উত্তর : ৩.১ কি.মি (প্রস্থ ৬.৭-৯.২ মিটার)।

প্রশ্ন : 'অধিকার' কী ধরনের সংগঠন?

উত্তর : মানবাধিকার বিষয়ক।

প্রশ্ন : বাংলাদেশ কতটি নদীর উপর ফেরী সার্ভিস চালু রয়েছে?

উত্তর : ৫১টি (পন্টুন রয়েছে ১৬৩টিতে, যার মধ্যে চালু ১৩১টি)।

প্রশ্ন : সরকারী খাতে দেশের বৃহত্তম বিদু্যৎ উৎপাদন কেন্দ্রের নাম কী?

উত্তর : হরিপুর কম্বাইন্ড সাইকেল পাওয়ার পস্নান্ট।

প্রশ্ন : বাংলাদেশ থেকে মৎস্য আমদানিতে শীর্ষে রয়েছে কোন দেশ?

উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : বর্তমান দেশে সরকারী পদের সংখ্যা কত?

উত্তর : ১৪,০৫,৫২৪ (সূত্র : জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রী)।

প্রশ্ন : বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম উচ্চতর ব্যবসায় প্রশাসন ডিগ্রী 'ডক্টর অব বিজনেস এডমিনিষ্ট্রেশন' (উইঅ) চালু হয়?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন : ১১ সেপ্টেম্বর ২০১৩-এর কোন থানার উদ্বোধন করা হয়?

উত্তর : কাজীরহাট (মেহেন্দীগঞ্জ, বরিশাল)।

প্রশ্ন : 'পাংথুমাই জলপ্রপাত' কোথায় অবস্থিত?

উত্তর : আহারকান্দি, ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন, গোয়াইনঘাট (সিলেট)।

প্রশ্ন : আণবিক শক্তি তথ্য কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : নভোথিয়েটার, বিজয় সরণি (ঢাকা)।

প্রশ্ন : ২৯ আগষ্ট ২০১৩ দেশের নৌবাহিনীর কোন যুদ্ধ জাহাজের কমিশনিং করা হয়?

উত্তর : বিএনএস সুরমা।

প্রশ্ন : ২১ সেপ্টেম্বর ২০১৩-এ কোথায় টেলিমেডিসিন সেন্টার চালু হয়?

উত্তর : যশোর।

প্রশ্ন :পাটের ক্রোমোজোমের সংখ্যা কতটি?

উত্তর : ১৪টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে