বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
  ১০ অক্টোবর ২০১৯, ০০:০০
বাংলা
সাপুড়ে সাপ খেলায়

২৯। নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ কোনটি?

ক) বাবা বাজারে গিয়েছেন

খ) আমি রাজশাহী গিয়েছিলাম

গ) বাবা আজ আসবেন

ঘ) বাবা প্রতিদিন বাজার করতেন।

সঠিক উত্তর : ঘ) বাবা প্রতিদিন বাজার করতেন।

৩০। ব্যঞ্জনবর্ণের ফলা চিহ্ন কয়টি?

ক) ২টি খ) ৪টি

গ) ৬টি ঘ) ৮টি।

সঠিক উত্তর : গ) ৬টি

৩১। মুখে মধু অন্তরে বিষ- বাক্যে মুখ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) কথা

খ) সাহস

গ) সংযত

ঘ) ক্ষমতা।

সঠিক উত্তর : ক) কথা

৩২। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?

ক) দুই

খ) তিন

গ) চার ঘ) পাঁচ

সঠিক উত্তর : ক) দুই

৩৩। আমার জ্বর জ্বর বোধ হচ্ছে- এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী বোঝানো হচ্ছে।

ক) আধিক্য

খ) সামান্য

গ) অতিশয্যা

ঘ) ধারাবাহিকতা

সঠিক উত্তর : খ) সামান্য

৩৪। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- এখানে দুধে ভাতে কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) গভীর মমত্ববোধ

খ) একমাত্র সন্তান

গ) সুখে থাকা

ঘ) দলভুক্ত

সঠিক উত্তর : গ) সুখে থাকা

৩৫। বাক্যে অল্প বিরতি বোঝাতে কোন চিহ্ন বসে?

ক) প্রশ্নবোধক

খ) দাঁড়ি

গ) বিস্ময়কর চিহ্ন

ঘ) কমা।

সঠিক উত্তর : ঘ) কমা।

৩৬। প্রযোজক ক্রিয়ার উদাহরণ আছে নিচের কোন বাক্যে?

ক) সে পাস করে গেল

খ) স্বপন চিঠি লিখছে

গ) সাপুড়ে সাপ খেলায়

ঘ) আমি বাড়ি গিয়ে খাব

সঠিক উত্তর : গ) সাপুড়ে সাপ খেলায়

৩৭। নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

ক) দিগন্ত

খ) রাজর্ষি

গ) মহীন্দ্র

ঘ) পরমাণু

সঠিক উত্তর : ক) দিগন্ত

৩৮। অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি?

ক) বর্গ খ) নিকর

গ) গণ ঘ) মন্ডলী

সঠিক উত্তর : খ) নিকর

৩৯। বাংলা ভাষায় মৌলিক ধাতু কয় প্রকার?

ক) পাঁচ খ) চার

গ) তিন ঘ) দুই

সঠিক উত্তর : গ) তিন

৪০। পৃথিবীতে কী পরিমাণ লোক বাংলা ভাষায় কথা বলে?

ক) প্রায় পনের কোটি

খ) প্রায় বিশ কোটি

গ) প্রায় পঁচিশ কোটি

ঘ) প্রায় ত্রিশ কোটি

সঠিক উত্তর : ঘ) প্রায় ত্রিশ কোটি

৪১। গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে?

ক) ফারসি ভাষায়

\হখ) আচিক ভাষায়

গ) ম্যান্ডারিন ভাষায়

ঘ) তামিল ভাষায়

সঠিক উত্তর : খ) আচিক ভাষায়

৪২। দুটি বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্পর্ক থাকলে কোন বিরাম চিহ্নটি বসবে?

ক) সেমিকোলন খ) হাইফেন

গ) কমা ঘ) কোলন

সঠিক উত্তর : ক) সেমিকোলন

৪৩। উচ্চারণ স্থান অনুসারে ক ও খ বর্ণ দুটি কোন ধরনের ধ্বনি?

ক) কণ্ঠ ধ্বনি

খ) মূর্ধন্য ধ্বনি

গ) দন্ত্য ধ্বনি

ঘ) তালব্য ধ্বনি

সঠিক উত্তর : ক) কণ্ঠ ধ্বনি

৪৪। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকবে?

ক) পাঁচটি

খ) সাতটি

গ) তিনটি

ঘ) ছয়টি

সঠিক উত্তর : গ) তিনটি

৪৫। বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ-প্রত্যয়যোগে গঠিত ধাতুকে কী বলে?

ক) সাধিত ধাতু

খ) প্রযোজক ধাতু

গ) কর্মবাচ্যের ধাতু

ঘ) নাম ধাতু

সঠিক উত্তর : ঘ) নাম ধাতু

৪৬। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?

ক) সাপুড়ে সাপ খেলায়

খ) সে পাস করে গেল

গ) সেলিনা বেগম বাড়ি যায়

ঘ) বাবা বাড়ি এসেছেন

সঠিক উত্তর : খ) সে পাস করে গেল

৪৭। কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ?

ক) আমি তাকে ভাত খেতে দেখেছিলাম

খ) আমি ছেলেবেলার কথা ভাবছিলাম

গ) তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে

ঘ) বাবা প্রতিদিন বাজার করতেন

সঠিক উত্তর : ঘ) বাবা প্রতিদিন বাজার করতেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে