রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
নবম-দশম শ্রেণির পড়াশোনা

পদার্থবিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০
পদার্থবিজ্ঞান
পদার্থবিজ্ঞান

অধ্যায়-২

২। স্থিতি কাকে বলে?

1

উত্তর : পারিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে।

৩। গতি কাকে বলে?

উত্তর : পারিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে।

৪। সরল দোলকের গতি কি রকম গতি?

উত্তর : স্পন্দন গতি

৫। স্পন্দন গতি কাকে বলে?

উত্তর : পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে।

৬। চলন গতি কাকে বলে?

উত্তর : কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে, যাতে করে বস্তুর সব কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে চলন গতি বলে।

৭। পর্যাবৃত্ত গতি কাকে বলে?

উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।

৮। সোজা সড়কে কোনো গাড়ির গতি কোন ধরনের গতি?

উত্তর : রৈখিক গতি

৯। গিটারের তারের গতি কোন ধরনের গতি?

উত্তর : স্পন্দন গতি

১০। ঘূর্ণন গতি কাকে বলে?

উত্তর : যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তুকণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘুরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে।

১১। বৈদু্যতিক পাখার গতি কোনো ধরনের গতি?

উত্তর : ঘূর্ণন গতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে