শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা দ্বিতীয় পত্র)

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০২ জানুয়ারি ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা দ্বিতীয় পত্র)
দৃশ্যটি কী সুন্দর!

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

উত্তর :

1

১. সবাই কি ভুল করে?

২. আমি সেই ব্যক্তি যে এ সাক্ষী চাই না।

৩. ভিক্ষুককে দান কর।

৪. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।

৫. তোমার নাম বলো।

৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়।

৭. তারা এখানেই থাকবে।

প্রশ্ন-৬

১. ঈদের ছুটিতে আমরা বাড়ি যাব। (জটিল)

২. অন্ধকে আলো দাও। (জটিল)

৩. যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে। (সরল)

৪. তুমি আসবে এবং আমি যাব। (সরল)

৫. ফুল সবাই ভালোবাসে। (প্রশ্নবোধক)

৬. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)

৭. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)

উত্তর :

১. যখন ঈদের ছুটি হবে, তখন আমরা বাড়ি যাব।

২. যে অন্ধ, তাকে আলো দাও।

৩. দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে।

৪. তুমি আসবে আমি যাব।

৫. ফুল কে না ভালোবাসে?

৬. দৃশ্যটি কী সুন্দর!

৭. বাংলাদেশ কী একটি উন্নয়নশীল দেশ নয়?

প্রশ্ন : নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর কর।

প্রশ্ন-৭

১. ইন্দ্রের যেমন ঐরাবত, আমার তেমনি পদ্মা। (সরল)

২. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)

৩. দোষ স্বীকার কর, তোমাকে শাস্তি দেব না। (মিশ্র)

৪. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)

৫. লক্ষ্ণী বর দেবেন না। (প্রশ্নসূচক)

৬. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞাসূচক)

৭. ত্যাগের এ মহিমা অপূর্ব। (বিস্ময়বোধক)

৮. উপায়ান্তর না থাকলে দেশান্তরে যেতে হবে। (না-বোধক)

উত্তর :

১. ইন্দ্রের ঐরাবতের মতোই আমার পদ্মা।

২. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।

৩. তুমি যদি দোষ স্বীকার কর, তাহলে তোমাকে শাস্তি দেব না।

৪. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।

৫. লক্ষ্ণী কী বর দেবেন?

৬. মন দিয়ে লেখাপড়া কর।

৭. কী অপূর্ব ত্যাগের মহিমা!

৮. উপায়ান্তর না থাকলে দেশে থাকা হবে না।

প্রশ্ন-৮

১. সারথি ভূপতির আদেশ পাইয়া, পুনর্বার রথ চালনা করিল। (চলিত)

২. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক)

৩. তিনি দরিদ্র হলেও ভদ্র। (যৌগিক)

৪. এ জন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা বলে (নেতিবাচক)

৫. আমার নিবাস নেই। (জটিল)

৬. তোমার যিনি বাপ তার নাম কী? (সরল)

৭. পুলিশের লোক জানিবে কী করিয়া? (নেতিবাচক)

৮. ভুল সকলেই করে। (প্রশ্নবোধক)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে