শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথমপত্র
শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া য়
  ০১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
'মাসি-পিসি ফিরছে-কে বলল?

আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

মাসি ও পিসি

1

মানিক বন্দ্যোপাধ্যায়

৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোটগল্পের সংখ্যা কত?

ক. প্রায় দেড়শ

খ. প্রায় দুশ

গ. প্রায় তিনশ

ঘ. প্রায় চারশ

সঠিক উত্তর : গ. প্রায় তিনশ

৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?

ক. প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়

খ. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ. বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর : খ. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

৯. 'ব্যঞ্জন' শব্দের অর্থ' কী?

ক. বর্ণ

খ. সাদা ভাত

গ. রান্না করা তরকারি

ঘ. একত্রিত হওয়া

সঠিক উত্তর : গ. রান্না করা তরকারি

১০. 'মাসি-পিসি ফিরছে কৈলেস'-কে বলল?

ক. ছেলেটি

খ. বুড়ো লোকটি

গ. যুবকটি

ঘ. মেয়েটি

সঠিক উত্তর : খ. বুড়ো লোকটি

১১. মাসি হাতে নিয়ে আসে কি?

ক. বঁটি

খ. কাটারি

গ. ছুরি

ঘ. রামদা

সঠিক উত্তর : ক. বঁটি

১২. মাসি-পিসি শেষবেলা আহ্লাদিকে নিয়ে কোথা থেকে ফিরছিল?

ক. কাছারি বাড়ি থেকে

খ. হাট থেকে

গ. শহরের বাজার থেকে

ঘ. জগুর বাড়ি থেকে

সঠিক উত্তর : খ. হাট থেকে

১৩. কে সহজেই কান পেতে কৈলেশের সব কথা শোনে?

ক. মাসি

খ. পিসি

গ. আহ্লাদি

ঘ. বুড়ো লোকটি

সঠিক উত্তর : গ. আহ্লাদি

১৪. কৈলেশের সঙ্গে জগুর মূলত কোথায় কথা হয়েছিল?

ক. চায়ের দোকানে

খ. সালতির মধ্যে

গ. শুঁড়িখানায়

ঘ. শহরের বাজারে

সঠিক উত্তর : গ. শুঁড়িখানায়

১৫. বাইরে থেকে কার হাঁক আসে?

ক. গোকুলের

খ. কানাই চৌকিদারের

গ. সরকার বাবুর

ঘ. পেয়াদার

সঠিক উত্তর : খ. কানাই চৌকিদারের

১৬. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছে?

ক. তিনজন

খ. চারজন

গ. একজন

ঘ. দুজন

সঠিক উত্তর : ক. তিনজন

১৭. শুঁড়িখানায় পড়ে থাকে বারো মাস- কে?

ক. কৈলেশ

খ. জগু

গ. বড় বাবু

ঘ. দারোগা বাবু

সঠিক উত্তর : খ. জগু

১৮. জগু আহ্লাদিকে কী পোড়া ছেঁকা দিয়েছিল?

ক. হাঁড়ি পোড়া

খ. চটি পোড়া

গ. লাঠি পোড়া

ঘ. কলকে পোড়া

সঠিক উত্তর : ঘ. কলকে পোড়া

১৯. 'মাসি ও পিসি' গল্পে যে সমাজব্যবস্থার প্রাধান্য লক্ষণীয়-

ক. নারীশাসিত

খ. মাতৃতান্ত্রিক

গ. সাম্যবাদী সমাজ

ঘ. পুরুষতান্ত্রিক

সঠিক উত্তর : ঘ. পুরুষতান্ত্রিক

২০. আহ্লাদির মাসির নাম কি?

ক. বিপুলা

খ. রাধিকা

গ. পদী

ঘ. সবিতা

সঠিক উত্তর : গ. পদী

২১. পাঁশুটি শব্দের অর্থ কি?

ক. ছাইবর্ণ বিশিষ্ট

খ. ম্স্নান

গ. ধূসর

ঘ. তামাটে

সঠিক উত্তর : ক. ছাইবর্ণ বিশিষ্ট

২২. আহ্লাদি কিসের জন্য স্বামীর কাছে যেতে চায় না বলে মাসি কৈলেশকে জানায়?

ক. খুন

খ. গুম

গ. নির্যাতন

ঘ. গর্ভপাত

সঠিক উত্তর : ক. খুন

২৩. পুলটি কিসের তৈরি ছিল?

ক. কাঠ

খ. কংক্রিট

গ. লোহা

ঘ. ইস্পাত

সঠিক উত্তর : খ. কংক্রিট

২৪. সালতি থেকে কি তোলা হচ্ছে?

ক. খড়

খ. বাঁশ

গ. ঘাস

ঘ. কাঠ

সঠিক উত্তর : ক. খড়

২৫. কী আহ্লাদির বাবা কোনোমতে ঠেকিয়ে দিল-

ক. দুর্ভিক্ষ

খ. কলেরা

গ. মহামারি

ঘ. ডায়রিয়া

সঠিক উত্তর : ক. দুর্ভিক্ষ

২৬. তরকারি বিক্রির আগে মাসি-পিসিরা নিচের কোন কাজটি করত-

ক. পিঠা বিক্রি

খ. কাঁথা বিক্রি

গ. ডালের বড়ি বিক্রি

ঘ. হোগলা বিক্রি

সঠিক উত্তর : গ. ডালের বড়ি বিক্রি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে