দেশের করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন হালের ব্যস্ত কণ্ঠশিল্পী ও সাংবাদিক সানি আজাদ। তবে কাজকর্ম কিছুটা যখন স্বাভাবিক হওয়ায় আবারও নতুন গান নিয়ে আসছেন তিনি। ইতোমধ্যেই 'নজরবন্দি' শিরোনামের নতুন গানটির সকল কাজও সম্পন্ন। গানটির কথা লিখেছেন- সাংবাদিক ও গীতিকবি মিজান মালিক। সুর করেছেন- কণ্ঠশিল্পী ও সুরকার মাসুম এবং মিউজিক করেছেন সংগীত পরিচালক আদনান ভূইয়া। গানটি অচিরইে 'সিডি চয়েস মিউজিক'র ব্যানারে বাজারে আসবে। এমনটাই জানালেন সানি। বললেন, দেশের করোনা পরিস্থিতির জন্য অনেকদিন গান থেকে একটু দূরে ছিলাম। কিন্তু দেশ পুরোপুরি স্বাভাবিক না হলেও কাজকর্ম কিছুটা স্বাভাবিক হয়েছে। তাই আবারও নতুন গান নিয়ে আসছি। এটি আমার ১৯তম মৌলিক গান। এবারের গানটির কথাও সুন্দর। আশা করছি; এবারের গানটিও সবার ভালো লাগবে। ধন্যবাদ 'সিডি চয়েস মিউজিক'র কর্ণধার এমদাদ ভাইকে। আমাকে দিয়ে এবারও সুন্দর একটি গান করানোর জন্য। উলেস্নখ্য, এর আগে সানি আজাদের 'আমার যেদিন মরণ হবে', 'দুই জীবন','আঁধার', 'বেবী'সহ বেশ কয়েকটি গান বেশ আলোচনায় ছিল।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd