মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

প্রথমবার একসঙ্গে তিনজন

বিনোদন রিপোর্ট
  ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
প্রথমবার একসঙ্গে তিনজন
প্রথমবার একসঙ্গে তিনজন

বর্তমান প্রজন্মের ব্যস্ত সংগীতশিল্পী, সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খানের সঙ্গে ২০১৬ সালে যখন এশিয়ান টিভির একটি অনুষ্ঠানে প্রথম শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিঠি আনোয়ারের একটি সরাসরি অনুষ্ঠান প্রচার হয় তখন দিঠিই প্রথম ইউসুফকে নিজের মৌলিক গানই বেশি গাইতে অনুপ্রেরণা দেন। সেই থেকে ইউসুফ আহমেদ খান দিঠি আনোয়ারের প্রতি কৃতজ্ঞ এবং সব সময়ই শ্রদ্ধার চোখে দেখে আসছেন। প্রায় চার বছরে দিঠি ও ইউসুফ বিভিন্ন টেলিভিশনে এবং বিভিন্ন অনুষ্ঠানে একই মঞ্চে গান গাইলেও তাদের একসঙ্গে কোনো মৌলিক গানে দেখা যায়নি। এবারই প্রথম তারা দু'জন একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছেন। গানের শিরোনাম 'একটা কথা হয়নি বলা'। গানটি লিখেছেন এবং সুর করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। গানটির সংগীতায়োজন করেছেন ইউসুফ আহমেদ খান এবং মিক্সড মাস্টার করেছেন শরীফ সুমন। গেল ১৪ সেপ্টেম্বর দিনব্যাপী গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়। মিউজিক ভিডিওটি নির্মাণ করেন জাহিদুল ইসলাম। এই মিউজিক ভিডিওর আরেকটি চমক হচ্ছে এই প্রজন্মের অন্যতম নন্দিত উপস্থাপিকা শান্তা জাহানের প্রথমবারের মতো কোনো গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়া। কিছুদিন আগে তিনি উপস্থাপনায় স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত। বহুদিন ধরে উপস্থাপনায়, মডেলিংয়ে বেশ সরব থাকলেও মিউজিক ভিডিওতে ব্যাটে-বলে মিলেনি বিধায় তাকে দেখা যায়নি। 'একটা কথা হয়নি বলা' গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, 'নিঃসন্দেহে বলা যায় ইউসুফ এই প্রজন্মের শিল্পীদের মধ্যে অন্যতম একজন সংগীতশিল্পী যার সুরেলা গায়কি এবং কণ্ঠ আমাকেই শুধু নয় সবাইকেই মুগ্ধ করে। এটাও সত্যি ইউসুফ তার ঘরানার গায়কির আলাদা শ্রোতা দর্শক তৈরি করে নিয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে