বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

জয়ার আকুতি

বিনোদন রিপোর্ট
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

ফিলিস্তিন ও গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ নিয়ে দুই ভাগে ভাগ হয়েছেন বিনোদন দুনিয়ার তারকারা। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি, গ্যাল গ্যাডট, বলিউডের নাসির উদ্দিন শাহ, কঙ্গনা রানৌতের মতো ঢাকাই সিনেমার তারকারাও পক্ষ নিয়েছেন। কেউ ফিলিস্তিনের কেউ বা আবার ইসরাইলের। কয়েকদিন আগে ফিলিস্তিনের পক্ষ নিয়ে একটা ফান্ড গঠন করেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। পাশাপাশি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই তারকা।

এবার ফিলিস্তিনিদের বাঁচানোর আকুতি জানিয়েছেন দুই বাংলার আলোকিত ও ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। ফিলিস্তিনে হত্যাকান্ড নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা। ফেসবুকে জয়া আহসান লিখেছেন, 'ফিলিস্তিনের ছবি দেখছি অনলাইনে, খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর; আক্রমণ চলছে হাসপাতালেও। একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা পড়েছেন, আর সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ। এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শিশু মারা গেছে চার হাজারের বেশি।'

সবকিছু দেখে অসহায়ত্ব আর বিষণ্নতায় ভোগার কথা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, 'এসব দেখেশুনে মনটা ভেঙে যায়। আবার মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে যাচ্ছি, যোগ দিচ্ছি পুরস্কারের অনুষ্ঠানে, গোয়া চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য মনে অপরাধ-অপরাধও লাগে। আমার বা আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটি মুহূর্তে মৃতু্যর মুখোমুখি। তাদের অসহায়তা দেখে গলাটা বুজে আসে।'

জয়া আরও লিখেছেন, 'এই হত্যাকান্ড থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশ ছাড়া এই মানুষগুলো নিজেদের ঘরে ফিরুক। ওদের বাঁচানোর জন্য পৃথিবীর বড় বড় মানুষেরা কি এক হতে পারেন না? এটা কি খুব বড় প্রত্যাশা?'

এদিকে ভারতের গোয়ায় সোমবার থেকে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৪তম আসর। ৯ দিনব্যাপী এ উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। উৎসবে জয়া আহসানের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। গত বছরের শেষদিকে হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয়ের খবর দিয়েছিলেন জয়া আহসান। এবার জানালেন সেই ছবি 'কড়ক সিং' নিয়ে সুখবর। জয়ার কাছ থেকে জানা গেল, ইফির উদ্বোধনী দিনে ছবিটির ট্রেলার প্রকাশিত হয়। আর আগামীকাল ২২ নভেম্বর হবে প্রিমিয়ার। হিন্দি ভাষার 'কড়ক সিং' ছাড়াও এবারের উৎসবে জয়া অভিনীত 'ফেরেশত', 'পুতুল নাচের ইতিকথা' ও 'অর্ধাঙ্গিনী' ছবি তিনটি প্রদর্শিত হবে।

\হজয়া বলেন, 'ভারতের সবচেয়ে বড় এ উৎসবে এর আগেও আমার ছবি গেছে। গতবার তো 'নকশি কাঁথার জমিন' খুব ভালো সাড়া ফেলেছিল। এ উৎসব আমার কাছে গুরুত্ব বহন করে। কারণ এটা ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্র আঙিনায়ও এর গুরুত্ব রয়েছে। তবে আমার আরও ভালো লাগত, যদি বাংলাদেশের ছবি নিয়ে সেখানে যেতে পারতাম। তারপরও বলব, ইরানি ভাষার যে চলচ্চিত্র, এটাতে তো যৌথভাবে বাংলাদেশও আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে