রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ফের ইমরান ঝিলিক

বিনোদন রিপোর্ট
  ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফের ইমরান ঝিলিক
ফের ইমরান ঝিলিক

এই প্রজন্মের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের যাত্রা শুরু হয়েছিল পেশাগতভাবে 'সেরাকণ্ঠ' দিয়েই। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় ইমরান মাহমুদুল গায়ক হিসেবে, সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। যে কারণে আরও ভালো ভালো গান করার দায়িত্বও যেন বেড়ে গেছে তার। নিজে ভালো গান গাইবার পাশাপাশি যখন সুরের দায়িত্বও এখন কাঁধে আসে তখন যেন আরও বেশি সচেতন হয়ে ওঠেন ইমরান। সঙ্গীত জীবনে পেশাগতভাবে কাজ করার শুরুর দিন থেকে ইমরান ঠিক এমনই। প্রজন্মের সেরা সঙ্গীতশিল্পী ইমরানের সঙ্গে এবার এই প্রজন্মেরই আরেক সুরেলা সঙ্গীতশিল্পী ঝিলিকের নতুন মৌলিক গান আসছে আগামী ৫ ডিসেম্বর। গানের শিরোনাম 'জেনে যাও তুমি'। গানটি লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার গুণী গীতিকার জামাল হোসেন। গানটির সুর সঙ্গীত করেছেন ইমরান নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে সৈকত রেজার নির্দেশনায়। গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, 'ঝিলিক আর আমি একই বছরে সেরাকণ্ঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে পেশাগতভাবে যাত্রা শুরু করি। ঝিলিক চ্যাম্পিয়ন হয়েছিল আর আমি প্রথম রানার আপ। তো সেই তখন থেকেই আসলে আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। মাঝে আট বছর পেরিয়ে গেছে নতুন গান করা হয়নি, এটা ভেবে আমরাও অবাক হয়েছি। যাই হোক ঝিলিক খুব ভালো গান গায়। তার জন্য নতুন গান করে এবং তার সঙ্গে গেয়ে আমি আনন্দিত। গানটি খুব চমৎকার রোমান্টিক একটি গান। জামাল ভাই সত্যিই দারুণ লিখেছেন। আমি চেষ্টা করেছি মনের মতো করেই সুর সঙ্গীত করার। ভিডিওতে আমাদের দু'জনকেই দেখা যাবে। আশা করা যায় যে গানটি ভালো লাগবে। ঝিলিক বলেন, আমার তৃতীয় গানের অ্যালবাম প্রথম প্রেম-এ বেসামাল শিরোনামের একটি গান আমি আর ইমরান সর্বশেষ গেয়েছিলাম। এরপর আসলে প্রপারলি কোনো গান আর করা হয়নি। আমরা একসঙ্গে অনেক স্টেজ শো করেছি। কিন্তু নতুন মৌলিক গান করা হয়নি।'

এই গানটির কথা এত চমৎকার, যে কারণে আমি কৃতজ্ঞ জামাল হোসেন ভাইয়ের কাছে। সুরটাও অভূতপূর্ব। ইমরানকে আন্তরিক ধন্যবাদ। সব মিলিয়ে গানটি নিয়ে আমি খুব আশা রাখছি যে, গানটি শ্রোতা দর্শককে মুগ্ধ করবে ইনশাআলস্নাহ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে