বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শুটিংয়ে ফিরলেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শুটিংয়ে ফিরলেন মিঠুন চক্রবর্তী

চলতি মাসের ১০ ফেব্রম্নয়ারি সিনেমার শুটিং চলাকালীন অসুস্থবোধ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পরে সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে ১২ ফেব্রম্নয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান এ অভিনেতা।

সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে চিকিৎসকদের পরামর্শ মতো কয়েকদিন বাড়িতে বিশ্রামে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল সোমবার চেনা ছন্দে 'শাস্ত্রী' সিনেমার শুটিংয়ে ফিরেছেন তিনি।

প্রথমে কথা ছিল ২২ ফেব্রম্নয়ারি থেকে শুটিং শুরু করবেন মিঠুন। কিন্তু হাসপাতালে থাকার জন্য দু'দিন শুটিং করতে পারেননি। তাই কথা দিয়েছিলেন ১৯ ফেব্রম্নয়ারি থেকে তিনি ফ্লোরে ফিরবেন। কথা রাখলেন মিঠুন।

মিঠুনের অসুস্থতার খবরে সোহম চক্রবর্তী প্রযোজিত এই সিনেমার শুটিং নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সোমবার অভিনেতার প্রত্যাবর্তনে ইউনিটের প্রত্যেকের মুখেই হাসির ঝলক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে