রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আপস্নুত তিশা

বিনোদন রিপোর্ট
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আপস্নুত তিশা
আপস্নুত তিশা

মঙ্গলবার ছিল দেশের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন। যদিও তিশা হাসপাতালে। সময়টা বেশ খারাপ যাচ্ছে অভিনেত্রীর। তার পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে একের পর এক।

স্বামীর পর এবার মেয়েও অসুস্থ। এ সময় পরিবারের বাইরে আর কোনো ভাবনা নেই তিশার। তবে এ দুঃসময়েও প্রিয় মানুষটি তার জন্মদিনে উপহার দিতে ভুললেন না। জন্মদিনে তিশাকে একটি আংটি উপহার দিয়েছেন তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী।

হাসপাতালে বসে সেই উপহার পেয়ে আপস্নুত তিশা। উপহারের ছবি শেয়ার করে অভিনেত্রী সামাজিকমাধ্যমে লিখেছেন, 'আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরও একটি অভিজ্ঞতা যোগ হলো। হাসপাতালে বসে জন্মদিন পালন করলাম। থ্যাংকস ফারুকী! জীবনের এত ঝড়ের মধ্যেও আমার জন্মদিনটা মনে রাখার জন্য। '

এদিকে তিশার জন্মদিনের পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগী ও তারকা সহকর্মীরা। অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, 'শুভ জন্মদিন তিশু (নুসরাত ইমরোজ তিশা)। অনেক ঝড় বইছে জানি। সব ঠিক হয়ে যাবে।'

দেশ ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে