বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

এবার রাম চরণ নেবেন ১০৫ কোটি টাকা!

বিনোদন ডেস্ক
  ০৫ মার্চ ২০২৪, ০০:০০
এবার রাম চরণ নেবেন ১০৫ কোটি টাকা!

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার রাম চরণ। তাকে নিয়ে পরিচালক বুচি বাবু সানা একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এ ঘোষণার পর থেকেই সিনেমাটি নানা কারণে আলোচনায় রয়েছে। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে 'আরসি১৬'। গুঞ্জন উড়ছে, 'আরসি১৬' সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন জাহ্নবী কাপুর। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা। এবার জানা গেল, এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন রাম চরণ।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে বড় বাজেট নিয়ে 'আরসি১৬' নির্মাণ করতে যাচ্ছেন বুচি বাবু সানা। আর সিনেমাটির জন্য ৭০-৮০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯২-১০৫ কোটি ৬৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেবেন রাম চরণ।

1

'আরসি১৬' সিনেমার বিস্তারিত তথ্য এখনো জানাননি পরিচালক। জানা গেছে, আঞ্চলিক স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা এটি। সম্ভবত, কাবাডি খেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির কাহিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে