শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

খুনের রহস্য খুঁজছেন বাঁধন

বিনোদন রিপোর্ট
  ২২ মার্চ ২০২৪, ০০:০০
খুনের রহস্য খুঁজছেন বাঁধন
আজমেরী হক বাঁধন

পর পর তিনজন নারী খুন। প্রতিটির সঙ্গে জড়িত ধর্ষণ। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রম্নয়ারি তথা ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই বা কে? উত্তর খুঁজতে মিশনে নামলেন পুলিশ কর্মকর্তা লিনা।

মঙ্গলবার প্রকাশিত হওয়া টিজারে এটুকু বিষয় উঠে এলো নতুন সিনেমা 'এশা মার্ডার' সিনেমার। সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। টিজারে 'এশা মার্ডার' ছবির প্রধান কয়েকটি চরিত্রের চেহারা উন্মোচন করা হয়েছে। এর মধ্যে বাঁধন ছাড়াও আছেন মিশা সওদাগর, ফারুক আহমেদ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। তবে আড়ালে রাখা হয়েছে গল্পের ভিলেনকে। সেই চরিত্রে কে থাকছেন, তা-ও ছবির গল্পের মতোই রহস্যজনক।

সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও ওটিটি পস্ন্যাটফরম বিঞ্জ। সিনেমাতে লিনার ভূমিকায় আছেন আজমেরী হক বাঁধন। ক্যারিয়ারে প্রথমবার পুলিশের ভূমিকায় হাজির হলেন পর্দায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে