রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কান চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক
  ১৫ মে ২০২৪, ০০:০০
কান চলচ্চিত্র উৎসব
কান চলচ্চিত্র উৎসব

ফ্রান্সের কান সৈকতে আবারও বসছে চলচ্চিত্রের বিশ্বের অন্যতম সম্মানজনক আয়োজন 'কান চলচ্চিত্র উৎসব'। এবারের কান উৎসব ২০২৪-এর ৭৭তম আসরের পর্দা উঠেছে গতকাল। শোবিজ দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব এটি। চলবে ২৫ মে পর্যন্ত। বরাবরের মতো এবারও লালগালিচায় আলো ছড়াবেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকারা। 'ফুরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা' সিনেমার উদ্বোধনী প্রদর্শনী থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় হলিউড তারকা মেরিল স্ট্রিপের হাতে তুলে দেওয়া হবে 'পাম ডি অর' সম্মাননা। এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি চলচ্চিত্র। এবারের উৎসবে দীর্ঘ ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা 'অল উই ইমাজিন আস লাইট'। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনি। এটি নির্মাণ করেছেন পায়েল কাপাডিয়া। এ ছাড়া ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরির সিনেমা 'সন্তোষ' উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে। সিনেমা দুটির পরিচালক দুজন নারী। এর আগে ভারত থেকে একসঙ্গে শুধু নারী পরিচালকের মনোনয়নের খবর শোনা যায়নি। এবারের উৎসবে জায়গা করে নিয়েছে চীনের চলচ্চিত্রও। মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে নির্মাতা ঝাঁ জং কে পরিচালিত 'কট বাই টাইড'।

দুবারের অস্কার বিজয়ী এমা স্টোন। তিনি 'কাইন্ডস অব কাইন্ডনেস' সিনেমাটি নিয়ে কান উৎসবে হাজির হবেন। তার এই সিনেমাটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়ছে। অতিথির তালিকায় থাকছেন কেট বস্ন্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত জর্জ লুকাসসহ তারকারা।

1

প্রতি বছর ভারতীয় তারকারা কান উৎসবে হাজির হয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল'রিয়ালের শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাঁটবেন। ঐশ্বরিয়া রাই কানে নিয়মিত হলেও, অদিতি গেল দুই বছর ধরে এই উৎসবে আসছেন।

এবার চকচকে লালগালিচায় প্রবীণদের চেয়ে তুলনামূলক তরুণ তারকারাই বেশি জৌলুস ছড়াবেন বলে ধারণা করা হচ্ছে। অনূর্ধ্ব ৩৫ তারকাদের মধ্যে পল শ্রেডারের 'ও কানাডা'র অভিনেতা জ্যাকব এলোর্ডি ও জ্যাক অঁদিয়ারের 'এমিলিয়া পেরেস' তারকা সেলেনা গোমেজ স্পটলাইটে কেড়ে নিতে পারেন। তাদের ছবি দুটি আছে মূল প্রতিযোগিতায়। প্রতিযোগিতার বাইরে থাকা 'ফিউরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা'র অভিনেত্রী আনিয়া টেলর-জয়ের দিকেও ক্যামেরার তুমুল ঝলকানি দেখা যেতে পারে! ডেমি মুর, উমা থারম্যানসহ আরও অনেক তারকার পদধূলি পড়বে কানসৈকতে।

এবারের আসরে বিচারকের আসনে যারা থাকবেন তাদের মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকছেন 'বার্বি'র পরিচালক গ্রেটা গারউইগ। তার নেতৃত্বাধীন বিচারক প্যানেলে আছেন আমেরিকান আদিবাসী অভিনেত্রী লিলি গস্ন্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রম্ন জেলান, জাপানিজ পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান আন্তোনিও বায়োনা ও ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি।

আঁ সাঁর্তে রিগা বিভাগের প্রধান বিচারক থাকছেন কানাডিয়ান পরিচালক-অভিনেতা জাভি দোলান। তার নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করবেন মরক্কোর পরিচালক আজমেই এল মুদির, ফরাসি পরিচালক মাইমুনা দুকুরে, লাক্সেমবার্গিস-জার্মান অভিনেত্রী ভিকি ক্রিপস ও আমেরিকান সমালোচক টড ম্যাকার্থি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং শিক্ষার্থীদের বিভাগ সিনেফঁদাসোতে বেলজিয়ান অভিনেত্রী লুবনা আজাবালের নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করবেন সার্বিয়ান পরিচালক ভস্নাদিমির পেরিসিচ, ফরাসি পরিচালক ম্যারি-ক্যাস্টি মঁচো-শার, ফরাসি প্রযোজক ক্লদিন নুগারে, ডিরেক্টরস ফোর্টনাইটের সাবেক পরিচালক পাওলো মোরেত্তি।

ক্যামেরা দ'র পুরস্কারের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী এমানুয়েল বেয়াঁ ও বেলজিয়ান-কঙ্গোলিজ সঙ্গীতশিল্পী-নির্মাতা বালোজি।

এবারের কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনের কিছু তথ্য : কান শহর রূপান্তর হয়েছে যেন সিনেমার পার্কে! সবখানে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টারে সাজ সাজ রব। জাপানের প্রয়াত কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়ার র্'যাপসোডি ইন অগাস্ট'-এর একটি হৃদয়ছোঁয়া দৃশ্য নিয়ে এটি সাজানো হয়েছে। পালে দে ফেস্টিভ্যাল ভবনের তিনটি অংশে এর সুবিশাল তিনটি ব্যানারে দেখা যাচ্ছে সেই দৃশ্য। এগুলোর ওজন ১২৫ কেজি! জাপানের স্টুডিও গিবলিকে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে এবারের আসরে। ব্যক্তির বাইরে কোনো প্রতিষ্ঠানের এমন অর্জন হবে এটাই প্রথম। ৭৭তম কান উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ফ্রান্সের কোয়ান্তাঁ দু্যপিয়ো পরিচালিত 'দ্য সেকেন্ড অ্যাক্ট'। গতকাল স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতার বাইরে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফরাসি ভাষার কমেডি ছবিটি। এতে অভিনয় করেছেন ফরাসি তিন তারকা লেয়া সেদু্য, ভাসোঁ লান্দোঁ ও লুই গারেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে