সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নিয়মিতই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে হাজির করছি সাবিলা নূর

বিনোদন রিপোর্ট
  ১২ জুলাই ২০২৪, ০০:০০
নিয়মিতই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে হাজির করছি সাবিলা নূর
নিয়মিতই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে হাজির করছি সাবিলা নূর

১০ বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করলেও বড় পর্দায় এখনো দেখা যায়নি ছোট পর্দার আলোচিত মডেল-অভিনেত্রী সাবিলা নূরকে। এর মধ্যে প্রস্তাব যে পাননি, তা কিন্তু নয়। দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও 'না' বলে দিয়েছিলেন। এই 'না' বলার কারণে এখন কিছুটা আফসোসও হচ্ছে এই অভিনয়শিল্পী ও মডেলের। তবে ভবিষ্যতে এমন ভুল আর করতে চান না, এমনটাও জানিয়েছেন সাবিলা নূর। খোঁজ নিয়ে জানা গেছে, সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা 'তুফান'-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলা। একইভাবে গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা 'প্রিয়তমা'য় অভিনয়ের জন্যও প্রস্তাব পান। তখন হয়তো এই দুই সিনেমায় অভিনয়ের সম্মতি থাকলে আজ 'শাকিব খানের নায়িকা'- এমন তকমা গায়ে লাগত সাবিলার। অভিনেত্রী বলেন, 'আসলে আমি বলব, প্রিয়তমা ও তুফান সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল, এখন তা বুঝতে পারছি। কারণ প্রিয়তমা বস্নকবাস্টার ছিল, তুফান তো এখন তুফান বইয়ে দিচ্ছে সিনেমা হলে। সেই সঙ্গে রায়হান রাফীর কাজ। রাফীর কাজে সব সময় একটা ডিফারেন্ট ডাইমেনশন থাকে। সবচেয়ে বড় কথা, সুপারস্টার শাকিব খান।' তবে এই দুই ছবি না করলেও শিগগিরই অন্য কোনো ছবিতে দেখা যাবে সাবিলাকে। সে সম্পর্কে এখনই জানাতে ইচ্ছুক নন তিনি। কোনো সিনেমায় চূড়ান্ত হলে একেবারে শুটিং শেষ করেই জানানোর ইচ্ছে তার। সাবিলা বলেন, সিনেমার জায়গাটা যেহেতু বিশাল বড় ব্যাপার। বিশাল বড় ক্যানভাস। সেখানে রিস্ক ফ্যাক্টর থাকে। অনেক হিসাব-নিকাশ থাকে। তাই সিনেমা করলে চুক্তিবদ্ধ হয়েই বলব না, একেবারে শুটিং শেষ করেই জানাব।

কাজের ধরন ও পছন্দের গল্প-চরিত্র নিয়ে এই মডেল অভিনেত্রী বলেন, 'সব সময় গস্ন্যামারার্স ও রোমান্টিক চরিত্রই যে দর্শকরা পছন্দ করবে সেটি ভুল। বরং এখান থেকে বের হয়ে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করলে দর্শকরা আরও বেশি করে গ্রহণ করেন। এর পর থেকে নিয়মিতই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে হাজির করছি। এখন দুটি রোমান্টিক কাজ করলেও চেষ্টা করি দুটি ভিন্ন ধারার ভিন্ন চরিত্রে কাজ করার।'

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে