তৃপ্তি দিমরির ক্যারিয়ার শুরু হয়েছিল 'পোস্টার বয়েজ' ও 'লায়লা মজনু'র মতো বাণিজ্যিক ঘরানার সিনেমা দিয়ে। জনপ্রিয়তা পান 'বুলবুল' ও 'কালা'র মাধ্যমে। ভিন্নধর্মী এ দুই সিনেমায় তৃপ্তির অভিনয় নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। তবে 'অ্যানিমেল' তার আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। রণবীর কাপুরের সঙ্গে এ সিনেমায় স্বল্প উপস্থিতি দিয়েই মাত করেন তৃপ্তি। তবে অ্যানিমেলে এসে যেন অনেকটাই বদলে যান অভিনেত্রী। রণবীরের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য একদিকে যেমন সাড়া ফেলে, অন্যদিকে সমালোচিতও হয়। তৃপ্তির নতুন সিনেমা আসছে আজ। করণ জোহর প্রযোজিত 'ব্যাড নিউজ' নামের এ সিনেমায়ও অ্যানিমেলের মতো খোলামেলা তৃপ্তি। তবে এবার সেন্সর বোর্ডের বাধার মুখে পড়ল তার অন্তরঙ্গ দৃশ্য। বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ সিনেমায় ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তির একাধিক অন্তরঙ্গ দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড।
ব্যাড নিউজের মোট তিনটি দৃশ্যে আপত্তি ছিল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের, এর মধ্যে দুটি চুমুর দৃশ্য। একটি দৃশ্য থেকে ৯ সেকেন্ড, দ্বিতীয়টি থেকে ১০ সেকেন্ড এবং আরেকটি দৃশ্য থেকে ৮ সেকেন্ড- মোট ২৭ সেকেন্ড বাদ পড়েছে ব্যাড নিউজ সিনেমা থেকে। এ ছাড়া সিনেমার শুরুতে মদ্যপানবিরোধী বার্তা জুড়ে দেওয়ার কথাও বলা হয়েছে।