সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ম্যাডোনা ফিরেছেন রানির মতোই

বিনোদন ডেস্ক
  ১৯ জুলাই ২০২৪, ০০:০০
ম্যাডোনা ফিরেছেন রানির মতোই

টানা ১০ দিন চিকিৎসা শেষে ৪ জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ম্যাডোনা। জীবনে ফেরার দিনটাকে স্মরণ করেছেন ৬৫ বছর বয়সি এই গায়িকা। ইনস্টাগ্রাম পোস্টে ম্যাডোনা লিখেছেন, 'প্রাণঘাতী এক রোগের সঙ্গে লড়াই করে এক বছর আগে এই দিনে আমি বাড়ি ফিরেছিলাম। তখন অনেক চেষ্টা করে সবে দাঁড়াতে শুরু করেছিলাম। আমি অলৌকিকভাবে সেরে উঠেছি। বছরটা দুর্দান্ত কেটেছে। জীবনটাই সুন্দর।' মৃতু্যর মুখ থেকে গানে ফেরার বছরটা আসলেই দুর্দান্ত কেটেছে ম্যাডোনার। রানির মতোই গানে ফিরেছেন তিনি। 'সেলিব্রেশন টু্যর'-এর কনসার্টে ঝড় তুলতে দেখা গেছে তাকে।

এই টু্যরই ম্যাডোনাকে অন্য উচ্চতায় নিয়েছে। 'সেলিব্রেশন টু্যর' থেকে গত বছরের মাঝামাঝি পর্যন্ত সবচেয়ে বেশি আয় করেছেন তিনি। গত বছরের নভেম্বর থেকে এই বছরের মে পর্যন্ত কনসার্টের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে পলস্টার। গত বছরের ২৪ জুন অচেতন অবস্থায় নিউইয়র্কের বাড়িতে পড়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর কোমায় চলে গিয়েছিলেন। ভয়াবহ ব্যাকটেরিয়ার সংক্রমণে মরতে বসেছিলেন। বাধ্য হয়ে 'সেলিব্রেশন টু্যর'সহ সব কনসার্ট স্থগিত করা হয়েছিল।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে